যাত্রী পরিষেবায় দেশের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিনের সূচনা ঘটাতে চলেছে রেল


নয়াদিল্লি: একদিকে দেশের নানা প্রান্তে রেলওয়ের দুর্ঘটনায় ভারতীয় রেল পরিষেবা কলঙ্কিত হচ্ছে। অন্যদিকে একই দিনে রেলের জোড়া উদ্যোগের খবর মিলল। এবার যাত্রী পরিষেবায় দেশের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিনের সূচনা ঘটাতে চলেছে রেল। পাশাপাশি বিশ্বের দীর্ঘতম রেলপথের মাধ্যমে দিল্লি থেকে লাদাখ পৌঁছনোর অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল। রেলওয়ের মন্ত্রকের তরফে বৃহস্পতিবার ট্যুইটে জানানো হয়েছে, ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিসম্পন্ন ওয়াপ-৫ লোকোর সূচনা ঘটাতে চলেছে রেল। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এই ইঞ্জিন বানাচ্ছে। ইঞ্জিনে 'অ্যারোডায়নামিক এবং আর্গোনোমিক ডিজাইন' ব্যবহার করা হয়েছে। রাজধানী এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে এই ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া খুব শীঘ্রই দেশের সর্বপ্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের সূচনাও করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে রেলপথে লাদাখের সঙ্গে রাজধানী নয়াদিল্লির সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নিল ভারতীয় রেল। আর সেই রেলপথই হবে বিশ্বের উচ্চতম রেলপথ। ভারত-চীন সীমান্তঘেঁষা সেই রেলপথের মাধ্যমে বিলাসপুর-মানালি-লেহ হ঩য়ে মাত্র ২০ ঘণ্টাতেই দিল্লি থেকে লাদাখ পৌঁছনো যাবে। সূত্রের খবর, রুট ম্যাপ পরিদর্শনের প্রথম দফার কাজ সারা হয়ে গিয়েছে। পর্যটন ব্যবসার উন্নতি ঘটাতেই ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাদাখ, হিমাচল রুটের সড়কপথ অনেক সময়েই তুষারধসে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে পর্যটকদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যার অবসান ঘটাতেই এবার রেলপথে লাদাখ পৌঁছনোর অভিনব উদ্যোগ নিতে চলেছে রেল।