২০০ কিমির দূরত্ব কমে ২০-তে! দেশে তৈরি হচ্ছে দীর্ঘতম সেতু


গুয়াহাটি: দেশে তৈরি হচ্ছে দীর্ঘতম সেতু। পরিকল্পনামাফিক ব্রহ্মপুত্রের উপর দিয়ে তৈরি করা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু। ফরাসি সংস্থার হাত ধরে তৈরি হচ্ছে ১৯.৩ কিলোমিটার লম্বা সেই ব্রিজ।

অসমের ধুবড়ির সঙ্গে মেঘালয়ের ফুলবাড়ি জোড়া লাগবে এই সেতুর মাধ্যমে। বর্তমানে স্থলপথে এই দুই জায়গার দূরত্ব ২০০ কিলোমিটার। সেই দুরত্ব কমে ২০ কিলোমিটারে চলে আসবে এই সেতু তৈরি হলে। ২০২৬ থেকে ২০২৭-এর মধ্যে ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে।

বর্তমানে নদীর উপর দিয়ে তৈরি সেতুর মধ্যে সবথেকে দীর্ঘ হল ঢোলা-সাদিয়া ব্রিজ যা ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত। এটি ৯.১৫ কিলোমিটার লম্বা। অর্থাৎ নতুন সেতুট দৈর্ঘ্যে হবে এর দ্বিগুণ।

বর্তমানে ধুবড়ি থেকে ফুলবাড়ি যেতে গেলে নারায়ন ব্রিজ হয়ে যেতে হয়। প্রায় ২০০ কিমি পথ অতিক্রম করতে হয়। অথবা ফেরি বোট করে যেতে হয়। নদিপথে যেতে আড়াই ঘণ্টা সময় লাগে। এবার তৈরি হচ্ছে চারটি লেনের ব্রিজ, যা দুই রাজ্যের যোগাযোগ অনেকটা বাড়াবে বলে মনে করা হচ্ছে।