বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত এসএসসির


কলকাতাঃ  রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। ৫০০ শিক্ষককে নতুন করে নিয়োগপত্র দেবে সরকার। কালীপুজোর পরেই এই বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এসএসসির তরফে জানানো হয়েছে, কারোর চাকরি যাবে না। নতুন করে শুধু নিয়োগপত্র দেওয়া হবে এই সমস্ত শিক্ষককে। শুধু তাই নয়, মাধ্যমিক স্তর অর্থাৎ নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া আটকে ছিল তাও ফের চালু করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত দাড়িভিটের ঘটনার পরেই প্রকাশ্যে আসে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা ক্রটি। এই বিষয়ে এসসিসির সঙ্গে বৈঠকে বসে স্কুল শিক্ষা দফতর। বৈঠকে ঠিক হয় যে স্কুলে যে শিক্ষক প্রয়োজন তাই দেওয়া হবে। কিন্তু যে সমস্ত নিয়োগের কাগজ তুলে দেওয়া হয়েছিল তাতে নানারকম ভুল ছিল। তাই নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে নিয়োগ-পত্র। যেখানে স্পষ্ট লেখা থাকবে কোন স্কুলে হবে নিয়োগ। এক্ষেত্রে কারোর চাকরি কিংবা সমস্যা হবে না বলে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে বলে এসএসসির তরফে।