৪ হাজার ৫৯৫ কোটির অধিগ্রহণ চুক্তি হাত বদল হচ্ছে কমপ্ল্যান, গ্লুকন-ডি, নাইসিলের


নয়াদিল্লি: এবার হাত বদল হতে চলেছে কমপ্ল্যান, গ্লুকন-ডি ও নাইসিলের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির। নেপথ্যে ৪ হাজার ৫৯৫ কোটি টাকার অধিগ্রহণ চুক্তি। বুধবার একটি বিবৃতিতে জাইডাস ওয়েলনেস লিমিটেড জানিয়েছে, ক্যাডিলা হেল্থকেয়ারের সঙ্গে যৌথভাবে তারা অধিগ্রহণ করতে চলেছে হেইঞ্জ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহায়ক সংস্থা ক্রাফ্ট হেইঞ্জকে। আর এর ফলেই কমপ্ল্যান, গ্লুকন-ডি, নাইসিল ও সম্প্রীতি ঘি-র মতো অতি পরিচিত ও জনপ্রিয় ব্যান্ডগুলির হাত বদল হতে চলেছে। জাইডাস ওয়েলনেসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমোদনের পালা প্রত্যাশিতভাবে মিটলে এই অধিগ্রহণ সংক্রান্ত লেনদেন সম্পূর্ণ হয়ে যাবে ২০১৯ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই। আর এই অধিগ্রহণ চুক্তির ফলে হাত বদল হচ্ছে আলিগড় ও সিতারগঞ্জে হেইঞ্জ ইন্ডিয়ার দু'টি বিশাল কারখানারও। পাশাপাশি হেইঞ্জ ইন্ডিয়ার অপারেশন, রিসার্চ, সেল্স ও মার্কেটিংয়ের মতো কাজের সঙ্গে যুক্ত টিমও চলে আসছে জাইডাস ওয়েলনেস ও ক্যাডিলা হেল্থকেয়ারের এই যৌথ উদ্যোগের আওতায়। দেশের ২৯টি রাজ্যে ২০ হাজারের বেশি হোলসেলার ও ৮০০-র বেশি ডিস্ট্রিবিউটার নিয়ে বিশাল নেটওয়ার্ক রয়েছে হেইঞ্জ ইন্ডিয়ার। কমপ্ল্যান, গ্লুকন-ডি সহ ওই চারটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে ৩০ জুন শেষ হওয়া ১২ মাসের মেয়াদে তাদের ঘরে এসেছে প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা। ইবিআইডিটিএ থেকে এসেছে প্রায় ২২৫ কোটি টাকা। অধিগ্রহণের পর্ব শেষ হওয়ার পর এই চারটি ব্র্যান্ড থেকে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা আসবে বলে জানিয়েছে জাইডাস ওয়েলনেস। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অধিগৃহীত ব্র্যান্ডগুলির উজ্জ্বল উপস্থিতি রয়েছে বাজারে।

জাইডাস ওয়েলনেসের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ১৯৩৩ সালে চালু হওয়া গ্লুকন-ডি ভারতের এনার্জি ড্রিঙ্ক সেক্টরে 'নেতা'র আসন নিয়ে রয়েছে। আর ১৯৬৯ সালে বাজারে আসা কমপ্ল্যান হেল্থ ড্রিঙ্ক হিসেবে ভারতের ঘরে ঘরে পরিচিত নাম। পুষ্টি ও স্বাস্থ্য ক্ষেত্রে কমপ্ল্যান দেশের অন্যতম অগ্রণী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৫১ সালে চালু হওয়া নাইসিল বর্তমানে ভারতের এক নম্বর প্রিকলি হিট পাউডার। যার উপস্থিতি রয়েছে দেশজুড়ে। আর ভারতের বিশাল খুচরো বাজারে সম্প্রীতি ঘিয়ের অসাধারণ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে।