রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিকদের জন্যে বড় খবর


নয়াদিল্লি: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর শোনাল দিল্লি সরকার৷ এবার তীর্থযাত্রার উপর থাকছে বিশেষ সুবিধা৷ প্রকল্পটির কাজ প্রায় সম্পূর্ণ৷ ৪-৫ দিনের এই যাত্রায় বিশেষ সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, ইতিমধ্যেই মন্ত্রীসভাতে 'মুখ্য মন্ত্রী তীর্থযাত্রা যোজনা' অনুমোদন পেয়েছে৷ প্রত্যেক বছর প্রায় ৭৭০০০ সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ পাবেন প্রকল্পটিতে৷

নভেম্বর মাসেই শুভসূচনা হতে চলেছে প্রকল্পটির৷ যেটির লক্ষ্য থাকছে তীর্থযাত্রীদের বিনামূল্যে বাসস্থান সহ অন্যান্য সুবিধা প্রদান করা৷ যার মধ্যে খাবার, বাসস্থান, যাতাযাতের সমস্ত খরচই থাকছে, যা দেবে দিল্লি সরকার৷ একেবারে প্রবীণ নাগরিকরা যাত্রার সময় সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রাখতে পারবেন৷ প্রকল্পটির জন্য ইতিমধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকার৷ যেটিকে চলতি মাসেই লঞ্চ করা হবে৷ তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন যাত্রীরা৷

৪-৫ দিনের এই তীর্থযাত্রার জন্য মোট ৮০ টি ট্রেন বরাদ্দ করা হয়েছে৷ প্রতিটি ট্রেনে পাঠানো হবে ১০০০ জন যাত্রীকে৷ তীর্থযাত্রার অংশ হতে গেলে যাত্রীকে অবশ্যই দিল্লির নাগরিক হতে হবে৷ ৬০ বছরের উর্দ্ধের নাগরিকরাই কেবলমাত্র সুযোগটি পাবেন৷ তবে, অতিরিক্ত প্রবীণ ব্যাক্তিরা সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রাখতে পারবেন৷ যার (অ্যাটেনডেন্ট) বয়স হতে হবে ২১ উর্দ্ধ৷ তীর্থযাত্রার পাঁচটি রুট থাকছে যথাক্রমে-বৈষ্ঞুদেবী-জম্মু (৫ দিন), মথুরা-বৃন্দাবন (৪ দিন), হরিদ্বার-ঋষিকেশ-নীলকান্ত (৪ দিন), পুষ্কর-আজমীর (৪ দিন), অমৃতসর-বাঘা-আনন্দপুর সাহিব (৫ দিন)৷