আগামী ১০ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী সরকার প্রয়োজন: দোভাল


নয়াদিল্লি: ২০৩০ সাল পর্যন্ত ভারতের প্রয়োজন শক্তিশালী, স্থিতিশীল এবং দৃঢ় এক সরকার, বৃহস্পতিবার এমন কথাই বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ন্যাশনাল মিডিয়া সেন্টারে সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচারের সময় এই বক্তব্য পেশ করেন তিনি৷

দোভাল আরও জানান, বিশ্বে বৃহত্তম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভারতের অর্থনীতি অন্যতম৷ আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত ক্রমশ তার পরিসর বৃদ্ধি করছে৷ তাই ভারতের প্রয়োজন এমন এক সরকার যা খুবই দৃঢ় এবং শক্তিশালী হবে৷

তাঁর মতে, দেশের শক্তিই যদি দুর্বল হয় তাহলে দেশকে সমঝোতার পথে হাঁটতে হবে৷ আর এই পথ নিলেই অন্যান্য রাজনৈতিক শক্তি জায়গা দখল করবে৷ পাশাপাশি প্রযুক্তির উন্নতির কথাও বলেন তিনি৷

প্রযুক্তির উন্নয়নেই ভারত অর্থনৈতিক ক্ষেত্রে আরও প্রতিযোগিতার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবে, আর তার মধ্যে দিয়েই উন্নতির পথ প্রশস্ত হবে বলে দোভালের মত৷ একইসঙ্গে মোদীর সরকারের প্রশংসাও করেন তিনি৷