আসছে 5G! জেনে নিন কীভাবে এবার বদলাবে আপনার জীবনযাত্রা


বাজারে 5G আসার গুঞ্জন। মোবাইল নেটওয়ার্কের ফিফথ-জেনারেশন অর্থাৎ 5G সম্পূর্ণভাবে বদলাবে ইন্টারনেট স্পিডের সংঙ্ঘাকে৷ যেটি নিত্যদিনের ব্যবহৃত ডিভাইসগুলিতে যোগ করবে আলাদা মাত্রা৷ যেটি আপনার বাড়িতে থাকা সমস্ত ডিভাইসকেই (ফ্রিজ থেকে সিকিওরিটি সিস্টেম) স্মার্টফোনের মাধ্যমে কানেক্ট করবে৷ আর, সেই সঙ্গেই বাস্তবায়িত হবে স্মার্টসিটির ধারণাটি৷ ২০২২ সালের মধ্যেই ভারতে আসতে পারে 5G নেটওয়ার্ক৷ যা বদলাবে জীবনযাত্রার ধরণকে৷ কিন্তু, কীভাবে জীবনযাত্রাকে বদলাবে 5G নেটওয়ার্ক?

১) স্মার্টসিটিগুলিতে পাওয়ার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রাফিক সিস্টেম সবকিছুই 5G র মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে৷ উদারহণ হিসেবে বলা যায় ট্রাফিক কনট্রোলের কথা৷ যেখানে শহরের আশেপাশে থাকা সেন্সরগুলি রাস্তার যানচলাচল এবং পথচারীদের গতিবিধি লক্ষ্য করবে৷ শুধু তাই নয়, অটোমেটিক্যালি ট্রাফিক লাইটকে অপারেট ও নিয়ন্ত্রণ করবে৷

২) স্মার্ট-হোমগুলিতে 5G নেটওয়ার্ক সিকিওরিটি সিস্টেম, বিদ্যুৎ, জলের খরচ কমাতে সাহায্য করবে৷ শুধু তাই নয়, বাড়ির বাইরে চলে যাওয়ার পর অটোমেটাক্যালি বন্ধ হয়ে যাবে লাইটস৷ যেটির মাধ্যমে অনেকাংশে কমানো যাবে বিদ্যুতের অপচয়৷ এছাড়া, স্বাস্থ্যের অবস্থাকেও মনিটর করে এমার্জেন্সি কল করার সুবিধাও থাকছে৷

৩) সেলফ-ড্রাইভিং কার চালাতেও সুবিধা করবে 5G নেটওয়ার্ক৷ এছাড়া, স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য করতে চলেছে এই 5G ধারণাটি৷ এককথায় বলা যায়, 5G নেটওয়ার্ক পুরো মাত্রায় বদলাবে শহরকে, বদলাবে সাধারণের জীবনযাত্রাকে৷