‌খাগড়াগড়কাণ্ডে এসটিএফ–এর জালে আরও এক জেএমবি জঙ্গি


আবারও বড়সড় সাফল্য পেল কলকাতার এসটিএফ–এর আধিকারিকরা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জালে এবার আরও এক জেএমবি জঙ্গি। ধৃতের নাম আবদুল মতিন। কেরলের মল্লাপুরম থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আট দিনের ট্রানজিট রিমান্ডে কেরল থেকে ওই অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে। এদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অভিযুক্তকে। কয়েকদিন আগেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত কদর এবং সাজ্জাদ নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জেরা করেই উঠে আসে আবদুল মতিনের নাম। সেই সূত্রের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে কেরলের মল্লাপুরম থেকে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরপরই আটদিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে। ধৃত ওই জঙ্গি অসমের বরপেটা জেলার বাসিন্দা। ২০১০ সালে মালদহের কালিয়াচকে জঙ্গি প্রশিক্ষণ নেয় মতিন। সেখানেই নাসিরুল্লাহ, মৌলানা ইউসুফ, জাহিদুল, সাইকুল–সহ বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে পরিচয় হয় তার। এরপরই ঘটে বর্ধমানের খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ। ওই ঘটনায় জড়িতও ছিল আবদুল মতিন। তদন্তকারীদের দাবি, এ রাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে কেরলের মল্লাপুরমে চলে যায় সে। তদন্তে নেমে একে একে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের গ্রেপ্তার করে এনআইএ। উঠে আসে আবদুল মতিনের নামও। সেই সূত্র ধরেই মতিনের খোঁজ চলছিল। গত কয়েকদিন আগে সাফল্য মেলে তদন্তকারীদের। কেরলের মল্লাপুরমেই মেলে মতিনের খোঁজ। স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে কলকাতা এসটিএফের জালে ধরা পড়ে এই জেএমবি জঙ্গি।