দুরপাল্লা ট্রেনের যাত্রীদের জন্য সুখবর


হাওড়া: একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছে দুরপাল্লা ট্রেনের যাত্রীরা৷ ট্রেন কত সময় দেরিতে চলছে তা আর অনুমান করতে হবে না যাত্রীদের৷ পরের স্টেশনে জানতে আর জানলা দিয়ে উঁকি মারতে হবে না৷ এবার সবই জানতে পারবেন ডিসপ্লে বোর্ডে৷ তবে হ্যাঁ এই সুবিধাগুলি এখনই সব দুরপাল্লা ট্রেনে পাবেন না৷ এখন শুধু হাওড়ার সাঁতরাগাছি থেকে পুনেগামী ট্রেনে পাবেন৷

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি থেকে পুনে যাওয়ার জন্য একটি নতুন ট্রেন চালু হয়েছে৷ এই সাপ্তাহিক ট্রেনটি প্রতি শনিবার সন্ধ্যা ৬-২৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। এরপর পুনে পৌঁছবে সোমবার ভোরে। আগের চাইতে অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে পুনেতে। এই শনিবার সাঁতরাগাছি থেকেই যাত্র শুরু করল এই পুনেগামী ট্রেনটি৷ ট্রেনটির নামকরণ করা হয়েছে 'হামসফর এক্সপ্রেস'৷

অন্যান্য ট্রেনগুলির তুলনায় এই ট্রেনটিতে রয়েছে বিশেষ কিছু সুবিধা৷ যাত্রীদের সুবিধার্থে ট্রেনের প্রতিটি কামরাই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। রয়েছে ডিসপ্লে বোর্ড। ট্রেন কত দেরিতে চলছে বা পরবর্তী কোন স্টেশন আসছে তাও ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানতে পারবেন যাত্রীরা। এমনকি পরবর্তী স্টেশন পৌঁছতে কত সময় লাগবে তাও ট্রেনে বসেই জানা যাবে। এখন থেকে প্রতি শনিবার সাঁতরাগাছি ও প্রতি সোমবার পুনে থেকে ছাড়বে এই ট্রেনটি।