মাওবাদীদের বার্তা মোদীর


উন্নয়নই হিংসার জবাব। মাওবাদী অধ্যুষিত ছত্তীসগঢ়ে গিয়ে আজ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি-শাসিত ছত্তীসগঢ়ে এ বছরের শেষেই ভোট। তার আগে এই রাজ্যে ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে মোদী আজ বলেন, ''আমি মনে করি, উন্নয়নই হল যে হিংসা ও ষড়যন্ত্রের এক মাত্র জবাব। উন্নয়ন থেকে যে আস্থা জন্মায়, তা যে কোনও রকমের হিংসাকে শেষ করে দেয়।'' এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। দাবি করেন, স্থানীয়দের উন্নয়নে দায়বদ্ধ কেন্দ্র। খনিজ পদার্থ থেকে পাওয়া টাকার একাংশ স্থানীয় এলাকায় খরচ করতে দায়বদ্ধ তাঁর সরকার। এ জন্যই স্কুল, হাসপাতাল, সড়ক, শৌচাগার নির্মাণে কেন্দ্রের থেকে ছত্তীসগঢ় অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা পেয়েছে।

প্রধানমন্ত্রীর দাবি, পিছিয়ে পড়া এলাকায় বসবাসকারী ও জনজাতিদের আয় বাড়াতে পদক্ষেপ করছে সরকার। এ দিন জগদলপুর ও রায়পুরের মধ্যে বিমান পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেন মোদী। বলেন, ''হাওয়াই চপ্পল পরা মানুষকে হাওয়াই জাহাজে দেখতে পাওয়াই আমার স্বপ্ন।'' কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের কথা টেনে মোদী জানান, ছোট ছোট শহরগুলিকে বিমান পরিষেবার সঙ্গে জোড়াই এর উদ্দেশ্য। ইউপিএ সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, ''আমরা সেখানে বিমানবন্দর তৈরি করছি, আগের সরকার যেখানে ঠিক ভাবে রাস্তাও বানায়নি।'' ছত্তীসগঢ়কে ইউপিএ সরকার অবজ্ঞা করেছে, এই অভিযোগ এনে মোদী জানান, অনেক দিন থেকেই রাজ্যে আইআইটি গড়ার দাবি উঠেছিল। আগের সরকার গুরুত্ব দেয়নি। এনডিএ সরকার ভিলাই আইআইটিকে সবুজ সঙ্কেত দিয়েছে। মোদীর কথায়, ''ছত্তীসগঢ়কে আগে বনজঙ্গল, উপজাতিদের জন্য চিনত। এখন চেনে স্মার্ট সিটির জন্য।''