৬০০ কর্মী নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায়! যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন


ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ। জেনে নিন কীভাবে আবেদন করবেন।


নিয়োগ চলছে ব্যাঙ্ক অফ বরোদায়। ফাইল চিত্র
কর্মী নিয়োগ শুরু হল ব্যাঙ্ক অফ বরোদায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

প্রবেশনারি অফিসার পোস্টে ৬০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ২ জুলাই-এর মধ্যে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।

কীভাবে আবেদন করবেন? 
• প্রথমে www.bankofbaroda.co.in-এ যান।
• হোম পেজে কেরিয়ার-এ ক্লিক করুন। 
• 'Recruitment of Probationary Officer through admission to Baroda Manipal School of Banking'-এই অপশনের নীচে 'অ্যাপলাই নাউ'-তে ক্লিক করুন। 
• রেজিস্টার করুন। 
• লগ ইন করুন। 
• অ্যাপলিকেশন ফর্মটি ফিল আপ করুন। অ্যাপ্লিকেশন ফি দিন। অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করুন। 
• কনফর্মেশন পেজ ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট নিয়ে রাখুন। 
এই বিষয়ে অন্যান্য খবর
স্টেট ব্যাঙ্ক বাড়াচ্ছে সুদের হার! ধর্মঘটের মধ্যেই এল সুখবর

জেনারেল আবেদনকারী ও ওবিসিদের আবেদন করতে খরচ হবে ৬০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিরা ১০০ টাকায় আবেদন করতে পারবেন।  

কী যোগ্যতা থাকতে হবে? 
• আবেদনকারীর কোনও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮-এর মধ্যে থাকতে হবে। 

অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ-এর মাধ্যমে বেছে নেওয়া হবে কর্মীদের।