দেশে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের


নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব আলোচনায় আস্থা ভোটাভুটি থেকে বিরত থেকেছে শিবসেনা ৷ একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ যার জেরে দু'পক্ষের সম্পর্ক দিনকে দিন জটিল হচ্ছে ৷ এহেন পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ বলেন, দেশে মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে ৷ কিন্তু গরুদের রক্ষা করতে তৎপর বিজেপি ৷

উদ্ধব ঠাকরের এহেন মন্তব্যে ফের তোলপাড় জাতীয় রাজনীতি ৷ তাঁর কথায়,
 'বিজেপি যে হিন্দুত্ববাদের আদর্শে বিশ্বাসী ৷ তার সঙ্গে বিস্তর ফারাক শিবসেনার ৷ গত তিন চার বছর ধরেই আমি এই উগ্র হিন্দুত্ববাদী আদর্শের চরম বিরোধীতা করে এসেছি ৷ আমাদের দেশে মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ কিন্তু সেই নিয়ে দেশের শাসকদলের কোনও মাথাব্যাথা নেই ৷ দেশের গরু বাঁচাতেই তৎপর বিজেপি ৷ কিন্তু এভাবে কারোওর খাবার পছন্দের উপর হস্তক্ষেপ করা যায়না ৷ সেটা হয়তো তারা জানেন না ৷'

প্রসঙ্গত, গতকালই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠাকরে জানিয়েছেন, অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকলেও এবার তাঁরা সরাসরি বিজেপির বিরোধিতা করবেন ।

শুক্রবারেই শিবসেনার ১৮ জনক সাংসদ অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেনি ও তারপর থেকেই বিজেপি-শিবসেনা জোট যে ভাঙনের পথে ৷ তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ।