অগস্টেই হবে রেলওয়ের প্রথম ধাপের পরীক্ষা


নয়াদিল্লি: রেলওয়ের প্রায় ২৭ হাজার শূন্যপদে নিয়োগের প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিই) হতে চলেছে অগস্ট মাসেই৷ রেলওয়ে মন্ত্রকের তথ্য এবং প্রচার বিভাগের ডাইরেক্টর রাজেশ দত্ত বাজপায় জানিয়েছেন, আগামী ৯ অগস্ট হতে চলেছে এই পরীক্ষাটি৷

রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে মোট ২৬ হাজার ৫০২টি শূন্যপদের জন্য ৪৭.৫৬ লক্ষ আবেদন জমা পড়েছে৷ রাজেশ দত্ত জানিয়েছেন, প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মক লিঙ্ক আগামী ২৬ জুলাই চালু করবে রেলওয়ে৷ আর পরীক্ষার চার দিন আগে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা৷

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''প্রার্থীরা তাদের তথ্য দিয়ে উপরোক্ত দিন গুলিতে লগ ইন করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের পরীক্ষার শহর, দিন এবং সেশন জানতে পারবেন ও ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন৷ এসসি, এসসি প্রার্থীরা ট্রাভেল অথরিটিও ডাউনলোড করতে পারবেন৷''

প্রথম ধাপের এই পরীক্ষা ১ ঘন্টার হবে৷ এ ছাড়া, শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের এই পরীক্ষায় অতিরিক্ত ১০ মিনিট দেওয়া হবে৷ এই পরীক্ষায় মোট ৭৫টি প্রশ্ন থাকবে৷ প্রতিটি প্রশ্নই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) ফরম্যাটে থাকবে৷ এই পরীক্ষায় নেতিবাচক নম্বর দেওয়া হবে৷ বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি ভুল উত্তরের জন্য তিন ভাগের এক ভাগ নেতিবাচক নম্বর দেওয়া হবে৷

এ ছাড়া, বিজ্ঞপ্তিতে চাকুরিপ্রার্থীদের প্রতারণা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, প্রার্থীরা যেন শুধুমাত্র নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য দেখেন৷ তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনও ভুয়ো বার্তার শিকার না হন৷