কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৪, অল্পের জন্য রক্ষা পেলেন উপরাষ্ট্রপতি দোস্তাম


কাবুল:  আবারও আত্মঘাতী বিস্ফোরণ আফগানিস্তানে । বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন । কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে এই হামলায় আহত প্রায় ৬০ জন ।

আফগান উপরাষ্ট্রপতি আব্দুল রশিদ দোস্তাম প্রায় একবছর নির্বাসনে ছিলেন । তুরস্ক থেকে এদিন তিনি দেশে ফিরছিলেন । তাঁকে স্বাগত জানাতেই বিমানবন্দরে সমবেত হয়েছিলেন সমর্থকরা । তখনই এই হামলা চালানো হয় । যদিও এই হামলায় তাঁর কোনও ক্ষতি হয়নি ।

নিহতদের মধ্যে ৯জন ট্রাফিক পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষী আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ । বেশ কয়েকজন শিশু ও নিরাপত্তাকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দোস্তামের প্রত্যাবর্তনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল আফগানিস্তান । উত্তর আফগানিস্তানে চলছিল প্রতিবাদ । দোস্তামের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁর সমর্থকরা । মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১৭ সালের মে মাসে নিজের ইচ্ছায় দেশ ছাড়েন দোস্তাম ।

ঘটনার পিছনে আইএসের হাত আছে বলেই মনে করছে গোয়েন্দা সংস্থাগুলি ।