দু’বছরে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫০ হাজার


নয়াদিল্লি: দশেরার অনুষ্ঠানে অমৃতসরের রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬০ এর অধিক মানুষ৷ এই ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দেয়৷ তবে অতীতে এমন বহু মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে৷ সেই সব ঘটনাতেও মৃতের সংখ্যা নেহাত কম নয়৷ অমৃতসরের রেল দুর্ঘটনার পর সামনে এলো এমনই কিছু তথ্য৷ বিগত দু'বছরে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে রেল লাইনে৷ খোদ ভারতীয় রেল জানিয়েছে এই তথ্য৷

রেল পুলিশের তথ্য বলছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দু'বছরে ৪৯ হাজার ৭৯০ জন মানুষ প্রাণ হারিয়েছে৷ বেশিরভাগ মৃত্যু রেলের উত্তর শাখায় হয়েছে৷ সেখানে সংখ্যাটা ৭ হাজার ৯০৮ জন৷ তারপরেই আছে দক্ষিণ রেল৷ সেখানে সংখ্যাটা ৬ হাজার ১৪৯ জন৷ রেলের পূর্ব শাখাও খুব পিছিয়ে নেই৷ সেখানে গত দু'বছরে ৫ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে৷ চলতি বছর দেশে যত রেল দুর্ঘটনা হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এখনও সেই তথ্য সংগ্রহের কাজ শেষ হয়নি৷

কেন এমন ঘটনা ঘটে? এর জন্য রেল ও যাত্রী দুই পক্ষই দায়ী৷ রেলের পরিকাঠামোগত কিছু ক্রুটি যেমন রয়েছে তেমনি যাত্রীদের একটা বড় অংশ এখনও রেলের নিরাপত্তা ও সতর্কতা মেনে চলতে উদাসীন৷ লাইনে অনধিকার প্রবেশ, ওভারব্রিজের বদলে রেল লাইন পারাপার হওয়া, কানে মোবাইল ফোন দিয়ে লাইন ক্রসিং ইত্যাদি ঘটনার জেরে ঘটে দুর্ঘটনা৷ তাই লাইনের পাশে বাউন্ডারি ওয়াল, সতর্কীকরণ চিহ্ন, কাটা তার ইত্যাদি দিয়ে ও লাগাতার প্রচার করার পরে মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে৷

এর পাশাপাশি রেল পুলিশও কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে৷ যারা রেলের নিয়ম মানেন না তাদের জরিমানা করা শুরু করেছে রেল পুলিশ৷ এতে রেলের আয়ও বেড়েছে৷ তথ্য বলছে গত বছর ১ লক্ষ ২০ হাজার ৯২৩ জনের জরিমানা বাবদ ২.৯৪ কোটি টাকা আয় হয়েছে রেলের৷ চলতি বছর ১ লক্ষ ৭৫ হাজার ৯৯৬ জনকে জরিমানা করা হয়েছে৷ জরিমানাবাবদ অর্থ আদায়ের পরিমাণ ৪কোটি ৩৫ লক্ষ টাকা৷