জানেন কীভাবে চুরি হয় আপনার ব্যাক্তিগত তথ্য! জানলে আশ্চর্য হবেনই


নয়াদিল্লি: ব্যাক্তিগত তথ্য চুরির দায়ে অভিযুক্ত হয়েছে একাধিক সংস্থা৷ কিন্তু, কীভাবে হয় এই তথ্য চুরি? উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে নানা তথ্য৷ অনেক সময়ই বিভিন্ন ধরণের অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে থাকেন ব্যবহারকারীরা৷ বিজেতাদের দেওয়া হয় পুরষ্কারও৷ তবে, সেজন্য রয়েছে বেশ কিছু বৈধ অ্যাপ৷ যারা বিক্রেতাদের থেকে গিফ্ট কার্ড কোডগুলিকে কিনে নেন৷

ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এই ধরণের ওয়েবসাইটগুলি৷ আর, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সাইবার ক্রিমিনালরা সংগ্রহ করছে ইউজারদের গোপন তথ্য৷

ক্যাসপারস্কি ল্যাবের এক আধিকারিক বলেন,'ব্যবহারকারীদের বিনামূল্যে কিছু পাওয়ার মনোভাবই সাইবার ক্রিমিনালদের প্রতারণার সুযোগ করে দিচ্ছে৷ যদিও, গুরুত্বপূর্ণ কিছু না করেই তারা বেশিরভাগ সময় কাটান, সঙ্গে অর্থের অপচয়ও করে থাকেন৷ তাই, শুধুমাত্র বৈধ ও বিশস্ত সাইটগুলির থেকেই গিফ্টকার্ড সংগ্রহ করুন৷'

গিফ্টকার্ডের কোড পাওয়ার জন্য ইউজারকে প্রমান করতে হয় তিনি রোবট নন৷ আর সেন্যই ব্যবহারকারীকে একাধিক লিঙ্ক এবং টাস্ক করতে হয়৷ উদারহণ হিসেবে বলা যায়, অনেকসময়ই ইউজারকে একটি ফর্ম ফিলাপ করতে বলা হয়৷ যেটিকে ফোন নম্বর, ই-মেল সহ অন্যান্য তথ্যাদির প্রয়োজন পড়ে৷ এরপর, গ্রাহক পান অর্থহীন কোডটি৷ এভাবেই দিনের পর দিন নিজের অজান্তে সাইবার ক্রিমিনালদের আয় বৃদ্ধি করে চলেছে ব্যবহারকারীরা৷ তাই, এই ধরণের লিঙ্কগুলিকে শেয়ার করে ছড়িয়ে দিতে নিষেধ করছেন ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা৷ ফাঁদগুলিকে এড়িয়ে যাওয়াই প্রতারণা থেকে মুক্তির একমাত্র উপায়, এমনটাই মনে করছেন তাঁরা৷