কর্মীদের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী


মুম্বই: গত পাঁচদিন ধরে অনশন শুরু করেছেন অন্তত ৮০০ কর্মী। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী ইন্টারন্যাসনাল এয়ারপোর্টে অনশন শুরু করেছেন 'কাম্বাটা অ্যাভিয়েশন প্রাই্ভেট লিমিটেড'-এর কর্মীরা। বকেয়া টাকার দাবিতেই এই অনশন করছেন কর্মীরা। রবিবার সেইসব কর্মীদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মহারাষ্ট্রের শ্রমমন্ত্রী শম্ভজী পাতিল নিলাংগেকর।

২০১৬-তে ওই সংস্থা দেউলিয়া ঘোষণা হওয়ার পর বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কর্মহীন ২১০০ শ্রমিক। ২০১৬-র ফেব্রয়ারি থেকে অগস্টের বেতন পাননি তাঁরা। সেই বেতনের দাবিতেই অনশন করছেন তাঁরা। অবশেষে মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাঁদের সেই বেতন মিটিয়ে দেবে সরকার।

রবিবার অনশনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক বসেন মন্ত্রী। এরপরই অনশন তুলে নেন কর্মীরা। তবে বেতন না পাওয়া পর্যন্ত এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন কর্মীরা।

সংস্থার সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ। কর্মীদের বকেয়া বেতন হিসেব করে দিতে সময় লাগবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।