ওমানের মাস্কটে ১৪ মাস ধরে আটকে ২৭ জন বাঙালি শ্রমিক


‌ইরানের পর এবার ওমানের মাস্কটে আটকে ৫৬ জন ভারতীয় শ্রমিক। যাঁদের মধ্যে ২৭ জনই বাঙালি। গত ১৪ মাস ধরে ওই শ্রমিকরা ওখানে আটকে রয়েছেন।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হুগলি, পুরলিয়া এবং মেদিনীপুর থেকে শ্রমিকরা যান মাস্কটে। পরিবাররে দাবি, দেড়বছর আগে কলকাতার একটি সংস্থা ২৭ জনকে নিয়ে ওমানের মাস্কটে পাড়ি দেন। প্রথম তিনমাস সেখানে সব ঠিকঠাক থাকলেও সমস্যা শুরু হয় তারপর থেকে। ক'‌দিন আগেই পুরোপুরি বন্ধ হয়ে যায় সংস্থাটি ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়েন। মাস্কট থেকে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে তাঁদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে এবং তাঁদের বেতনও দেওয়া হচ্ছে না। খাবার নেই, হাতে নেই কোনও টাকা। ফলে বিদেশে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। এমনকী ওই শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ফলে বাড়ি থেকেও বেরতে পারছেন না। পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ করুন।