দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়


নয়াদিল্লিঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়। শুক্রবার ভোর ৫টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার সময় তাঁর গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বিশাল ভলভো বাস। বরাত জোরে বেঁচে যান বাবুল।

ঘটনার কথা টুইট করে জানিয়েছেন বাবুল নিজে। তিনি লিখছেন, 'আমার গাড়ি চালক কোনও ক্রমে ফ্লাইওভারের রেলিংয়ের দিকে সরে যেতে পেরেছিল। না হলে আমরা নিচে পড়ে যেত পারতাম। ও এতটাই ভয়ে পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়।' অনেকেই তাঁকে ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু সেই পথে হাঁটছেন না বলেই জানান তিনি। জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে তিনি লেখেন, 'দিল্লিতে অসংখ্য ভিভিআইপি থাকেন। তাদের নিয়ে এমনিতেই ব্যস্ত দিল্লি পুলিশ। ফ্লাইট, লিফ্ট, গাড়ি, রাজনীতি, মমতাদিদির পুলিশ সহ সবকিছু এমনিতেই খুব বিপজ্জনক। কার কার সিসিটিভি ফুটেজ দেখব সম্ভব বলুন!'

উল্লেখ্য, এর আগে গত মাসে আসানসোলের এক অনুষ্ঠানে এক ব্যক্তির পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন বাবুল সুপ্রিয়।