কাজ করতে না পারলে চীনে শ্রমিকদের খাওয়ানো হয় প্রস্রাব, আরশোলা


চীনে বাড়ি সংস্কার সংস্থাগুলির আজব নিয়ম। তাদের কোনও কর্মী যদি কোনও কাজ করতে ব্যর্থ হন, তবে তাঁকে খাওয়ানো হয় প্রস্রাব, আরশোলা অথবা বেল্ট দিয়ে মারা হয়। অন্য এক সংস্থা তাদের কর্মীদের শাস্তিস্বরূপ মাথার চুল কেটে দেয় বা শৌচালয়ের পাত্র থেকে জল খেতে বাধ্য করে এবং একমাসের বেতনও কেটে নেওয়া হয়। চীনের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই আজব শাস্তির ভিডিও এং ছবি।

চীনের দক্ষিণ–পূর্ব প্রদেশের বাড়ি সংস্কারকারী সংস্থার বেশ কিছু কর্মী এই শাস্তির ভয়ে কাজ ছেড়ে দিয়েছেন। তাঁরাই জানিয়েছেন, প্রকাশ্যেই তাঁদের এ ধরনের শাস্তি দেওয়া হত। এক কর্মী জানান, চামড়ার জুতো পরতে কেউ যদি ভুলে যেত তবে জরিমানা হিসাবে তাঁর কাছ থেকে ৫২২ টাকা নেওয়া হত (‌৫০ ইউয়ান)‌। তবে এই শাস্তির পরও অধিকাংশ কর্মী সংস্থাগুলিতে এখনও কাজ করছেন। তবে এই ঘটনার জন্য ইতিমধ্যেই সংস্থার তিনজন ম্যানেজারকে তাদের অধীনস্ত কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।