স্বস্তির নিঃশ্বাস: হু হু করে কমছে পেট্রল-ডিজেলের দাম


নয়াদিল্লি: কথায় বলে বিন্দুতে সিন্ধু৷ মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা হলেও কমেছে পেট্রল-ডিজেলের দাম৷ শুক্রবার রাজধানীতে পেট্রলে ১৫ পয়সা কমে লিটার প্রতি দাম হয়েছে ৭৮.০৬টাকা এবং ডিজেলে ১৫ পয়সা কমে লিটার প্রতি দাম হয়েছে ৭২.৭৪টাকা৷

এদিকে মুম্বইয়ে১৫ পয়সা কমে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৮৩.৫৭টাকা এবং ১৫ পয়সা কমে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭৬.২২টাকা৷

গত জুন মাস থেকে নাগাড়ে বাড়ছিল জ্বালানির দাম৷ কবে তা সেঞ্চুরি হাঁকাবে তা নিয়ে কৌতুহল ছিল দেশবাসীর৷ পেট্রপণ্যের দাম বাড়ায় চড়া হারে বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও৷ নাভিশ্বাস অবস্থা দেশজুড়ে৷ এই পরিস্থিতির জন্য বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয় কেন্দ্রের তরফে৷

তবে জ্বালানির মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে বিরোধীদের নিশানায় ছিল মোদী সরকার৷ চাপের মুখে পদক্ষেপ করে কেন্দ্র৷ পেট্রল ও ডিডেজেলের লিটার প্রতি শুল্ক দেড় টাকা করে কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিও এক টাকা ছাড়ের ঘোষণা করে৷

অক্টোবরের শেষের দিক থেকে দাম কমতে থাকে পেট্রেপণ্যের৷ কেন্দ্র জানায়, আন্তর্জাতির বাজারে দাম কমা ও ইরানের থেকে ভারত তেল কেনার বিষয়ে মার্কিন ছাড়পত্রেই দাম কমছে জ্বালানির৷ তবে যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির৷ পুরো বিষয়টিকেই পাঁচ রাজ্যে ভোটের আগে মোদী সরকারের কৌশলী পদক্ষেপ হিসাবেই দেখছেন তারা৷