স্বাধীনতার পর প্রথম বিমানবন্দরের উদ্বোধনে সিকিমে মোদী


গ্যাংটক: বিমানবন্দর পেল সিকিম৷ খুশি বাঙালি৷ ফি বছর এই শৈলরাজ্যে ভিড় জমায় ভ্রমণপ্রিয় বাঙালি৷ কলকাতা থেকে সিকিমের দুরত্ব ৭১৩ কিমি৷ এই ৭১৩ কিমি পথ ট্রেন ও গাড়ি মিলিয়ে যেতে সময় লাগে ১৬ ঘণ্টা৷ সেই দুরত্ব এবার যাওয়া যাবে মাত্র দেড় থেকে দুই ঘণ্টায়৷ কারণ স্বাধীনতার পর প্রথম বিমানবন্দর পেতে চলেছে সিকিম৷ সোমবার সেই বিমানবন্দরের সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে৷ সিকিমের নয়া পাকইয়ং বিমানবন্দরের প্রথম যাত্রী স্বয়ং প্রধানমন্ত্রী৷ রবিবারই তিনি পৌঁছে গিয়েছেন সিকিম৷

হিমালয়ের পাদদেশে প্রায় ৪,৫০০ ফুট উচ্চতায় সিকিমের পাকইয়ং দেশের ১০০ তম বিমানবন্দর। ১৭০০ মিটার দীর্ঘ ও ৩৩ মিটার চওড়া রানওয়ের এই বিমানবন্দরটি তৈরি করতে ৬০৫ কোটি টাকা খরচ হয়েছে। গ্যাংটক থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব সিকিমের একটি ছোট্ট শহর পাকইয়ংয়ে বিমানবন্দরটি গড়ে তোলা হয়েছে। এই বছরের শুরুর দিকে গত ৫ই মার্চে পাকইয়ং-য়ের বিমানবন্দরে Indian Air Force's Dornier 228 কে পরীক্ষা মূলক ভাবে চালানো হয়। কলকাতা থেকে পাকইয়ং যাত্রা করা হয় ১০ই মার্চ। সব পরীক্ষাতেই একেবারে ফুল মার্কস পেয়ে জনসাধারণের জন্য এবার খুলে যাবে এই বিমানবন্দর।

প্রধানমন্ত্রীর UDAN (Ude Desh Ka Aam Nagrik) প্রকল্পের অন্তর্গত এই পরিষেবায় আগামী ৪ অক্টোবর থেকে উড়ান শুরু হবে পাকইয়ংয়ে। ঘরোয়া উড়ান চালু করবে স্পাইসজেট। পাকইয়ং থেকে প্রতিদিন দিল্লি, কলকাতা এবং গুয়াহাটিতে বিমান চলাচল করবে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক উড়ানের পরিকল্পনা আছে। ভূটান, নেপাল ও বাংলাদেশ থেকেও শুরু হবে বিমান পরিষেবা। এক উড়ানের খরচ হবে ২,৬০০টাকা। রাজ্যের মন্ত্রী ভুটিয়া বলেন, ''এই বিমানবন্দরের মাধ্যমে ভুটান,কাঠমান্ডু, ব্যাংকক সহ অন্যান্য দেশের সঙ্গেও সিকিমের যোগাযোগ নিবিড় হয়ে উঠবে৷''