‘কাশ্মীরের সন্ত্রাসবাদ পাক মদতপুষ্ট’


নয়াদিল্লি: ভূ-স্বর্গ নিয়ে দুই দেশের টানাপোড়েনের মাজে এবার পের মুখ খুললেন বারতের স্বরাষ্ট্রমন্ত্রক রাজনাথ সিং৷ সোমবার তিনি জানান, কাশ্মীর ইস্যু নিয়ে সকলের সঙ্গে কথা বলতে রাজি কেন্দ্র৷ তবে এর পাশাপাশি তিনি এও স্পষ্ট করে জানিয়ে দেন কাশ্মীরের এই সন্ত্রাসবাদ পাক মদতপুষ্ট৷

সেন্ট্রাল জোনাল কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিষয়টির সমাদান সম্ভব৷ প্রত্যেকের সঙ্গে কতা বলতেও রাজি সরকার৷ তবে সন্ত্রাসবাদের কথা উঠলে তাঁর সাফ বক্তব্য- পাক মদতেই এই সন্ত্রাস ছড়াচ্ছে৷

প্রসঙ্গত, কাশ্মীরে পাক গুলিতে শহিদ জওয়ানের সঙ্গে পাক রেঞ্জার্সের বর্বরোচিত আচরণ থেকে ইসলামাবাদে জঙ্গি বুরহান ওয়ানির ছবি দেওয়া পোস্টেজ স্ট্যাম্পের বিরোধিতায় পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল করে ভারত৷ তারপর এই জোনাল কাউন্সিল মিটিংয়ে রাজনাথ সিং জানান, গত চার বছরে ১২টি বৈঠকে ৬৮০টি ইস্যু নিয়ে আলোচনা হয় যার মধ্যে ৪২৮টির সমাধান হয়েছে ইতিমধ্যেই৷

এদিকে, 'পাকিস্তান যদি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আবার কাশ্মীর ইস্যুকে তুলে ধরে, ভারত তার মোকাবিলা করার জন্য সবরকম ভাবে প্রস্তুত'। রাষ্ট্রপুঞ্জকে একথা সাফ জানিয়ে দিলেন ভারতের প্রতিনিধি সায়েদ আকবরউদ্দিন।

প্রতিবেশী দেশ পাকিস্তান এই দাবি তোলার সম্ভাবনার আঁচ পেয়েই ভারতের তরফে জানিয়ে দেওয়া হল, রাষ্ট্রসংঘ জোটবদ্ধতায় বিশ্বাসী এবং ওই একটি মাত্র অযৌক্তিক ইস্যু কোনও গুরুত্ব পাবে না।

তিনি বলেন,'আমাদের বক্তব্য হল রাষ্ট্রপুঞ্জ জোটবদ্ধ ভাবে বিভিন্ন মাধ্যমে কাজ করে এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। এইসব ক্ষেত্রে একটি ইস্যুর কোনো গুরুত্ব নেই। নিশ্চয় কোনো ব্যক্তি একা লড়তেই পারেন। এই ধরণের লড়াইয়ে একা খেলোয়াড়দের কোনো অতীত এবং ভবিষ্যৎ নেই। এটা তাদের ব্যপার তারা কিভাবে সময়ের অপচয় করবেন। আমরা ভারতীয়রা সঙ্ঘবদ্ধতায় এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। অতীতে তারা এই নিয়ে বহু প্রতিবাদ করেছেন। ভবিষ্যতেও করবেন এবং আমরা একই ভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করবো'।