পেট্রলের দাম একশো ছুঁই ছুঁই, মাথায় হাত দেশবাসীর


নয়াদিল্লি: মুম্বইতে ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রলের দাম৷ সোমবার লিটার প্রতি ১১ পয়সা দাম বেড়েছে পেট্রলের৷ নয়া দাম হয়েছে ৯০.০৮ পয়সা৷ দাম বেড়েছে ডিজেলেরও৷ রবিবার বাণিজ্য নগরীতে ডিজেলের দাম ছিল ৭৮.৫৩ পয়সা৷ সোমবার সেই দাম পাঁচ পয়সা বেড়ে হয়েছে ৭৮.৫৮ পয়সা৷

দিল্লিতেও বেড়েছে জ্বালানির দাম৷ সোমবার লিটার প্রতি ১১ পয়সা বেড়ে ৮২.৭২ পয়সা হয়েছে৷ এবং ডিজেলে লিটার প্রতি ৭৪.০২ পয়সা হয়েছে৷ রবিবারই দিল্লিতে পেট্রল লিটার প্রতি ১৭ পয়সা দাম বাড়ে৷ এবং ডিজেল লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি হয়৷ এদিন কলকাতাতেও বেড়েছে পেট্রলের দাম৷ নয়া দাম হয়েছে ৮৪.৫৫ পয়সা৷ ডিজেলের দাম পাঁচ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৮৭ পয়সা৷

সকালে ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটে তেলের দাম ঘোষণা হতেই মাথায় হাত মধ্যবিত্তের৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রলের দাম প্রায় ১২ টাকা বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৪ টাকা৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব পড়ে দেশের বাজারে৷ বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের৷