শিক্ষক নিয়োগের দাবিতে সাঁওতাল সংগঠনের ট্রেন অবরোধ


ঝাড়গ্রাম: খড়গপুর-টাটা রুটের খেমাসুলিতে ট্রেন আটকে বিক্ষোভ মাঝিমাড়োয়া সংগঠনের৷ আগেই অলচিকি হরফের(সাঁওতালি ভাষা) শিক্ষক নিয়োগ সহ সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি চেয়ে জঙ্গলমহল সহ ঝাড়গ্রামের আশেপাশের একাধিক জায়গাতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে ভারত জাকাত পারগণা মহল সহ বেশ কয়েকটি সাঁওতাল সংগঠন৷

শিক্ষক নিয়োগ ছাড়াও আরও বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত দাবি রয়েছে ভারত জাকাত মাঝিমাড়োয়া পারগণা মহলের৷ যেমন সরকারি আদেশ মতো ইচ্ছুক সমস্ত শিক্ষককে সাঁওতালি মাধ্যম স্কুলে আনতে হবে৷ অআদিবাসীদের আদিবাসী সার্টিফিকেট বাতিল করা এবং সংরক্ষিত আসনে চাকরি থেকে বহিস্কার করতে হবে৷ সংবিধানে উল্লিখিত পঞ্চম তফশিলি আইন চালু করতে হবে৷ সাঁওতাল কর্মীদের রাজনৈতিক বদলি করা যাবে না৷

ঝাড়গ্রামের পাশাপাশি এই বনধের প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও৷ ঘাটাল চন্দ্রকোণার সড়ক অবরোধ করা হয়েছে৷ অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক৷ খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে বহু দুরপাল্লার ট্রেন৷ ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা৷ বেলদাও ট্রেন অবরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷