'আম্মা' জয়ললিতা নেই, এখন মোদীকেই 'আপ্পা' বানিয়েছে তামিলনাড়ু


তামিলনাড়ুতে কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন এআইএডিএমকে নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তবে আম্মা প্রয়াত হলেও নতুন আপ্পা অর্থাত পিতা খুঁজে নিয়েছে তামিলনাড়ু। সেরাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের মন্ত্রী কেটি রাজেন্তিরা বালাজি বলছেন, এখন মোদীই তাঁদের আপ্পা মানে পিতার মতো।

তামিনলাড়ুর শ্রীভিল্লিপুতুরের বীরুতুনগর জেলায় এক সভায় বালাজি বলেছেন, আম্মার মৃত্যুর পরে মোদীজি পিতার মতো এআইএডিএমকে-র পথপ্রদর্শকের কাজ করেছেন।

তাঁর কথায়, অবশ্যই মোদীজি এখন আমাদের পিতা। তবে তিনি শুধু আমাদের পিতাই নন, দেশেরও পিতা। আর সেজন্যই এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করেছে বলে তিনি বুঝিয়ে দিয়েছেন।

২০১৪ সালের নির্বাচনে জয়ললিতা মোদী কড়া বিরোধিতা করেছিলেন। তাঁর দাবি ছিল, ততকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর চেয়ে ভালো উন্নয়ন তিনি তামিলনাড়ুতে করেছেন। সেই প্রচারের ফলে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে জয়ললিতার দল এআইএডিএমকে জয় পায়।

তবে ২০১৬ সালে জয়ললিতার প্রয়াণের পর এআইএডিএমকে-র কাছাকাছি আসে বিজেপি। আর এবার জোট করে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে দুই দল।