৫৬ ইঞ্চির ছাতি ৬৫ ইঞ্চি হয়ে গিয়েছে, মোদীর প্রশংসায় রাজনাথ


নয়াদিল্লি: গতবারের থেকে আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ভবিষ্যতবাণী, বিজেপি একাই ৩৫০টি আসন পাবে৷ সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় রাজনাথ জানান, তাঁর(মোদীর) ৫৬ ইঞ্চির ছাতি আরও চওড়া হয়ে ৬৫ ইঞ্চি হয়ে গিয়েছে৷

শুক্রবার রাজধানী দিল্লিতে দলের কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের মানুষ ফের মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চান৷ তারা চান ক্ষমতায় ফের আসুক বিজেপি৷ রাজনাথ সিং বলেন, ''দেশের মানুষ স্থির করেই নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হোক৷''
 
কথা প্রসঙ্গে উঠে আসে পুলওয়ামার ঘটনা৷ রাজনাথ সিং জানান, পুলওয়ামার হামলার পর সন্ত্রাসবাদ দমনে অভিযান করেছে ভারত৷ দেশের বায়ুসেনা পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে৷ বুঝিয়ে দিয়ে আসে সন্ত্রাস চলতে থাকলে চরম মূল্য চোকাতে হবে তাদের৷ তবে বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে যে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে তাতে অসন্তোষের সুর ধরা পড়েছে রাজনাথের গলায়৷ বিশেষ করে বিরোধীরা এই অভিযান নিয়ে নানা প্রশ্ন তোলায় পাল্টা রাজনাথ সিংও তাদের একহাত নেন৷

কিছুটা ক্ষোভের সঙ্গেই জানান, দেশের সেনাবাহিনীকে তাদের সাহসিকতা ও বীরত্বের জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো উচিত৷ কিন্তু তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে৷ বালাকোটে এয়ারস্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে তার প্রমাণ চাইছে বিরোধীরা৷ বায়ুসেনার উইং কমান্ডার পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে৷ তারপর এই সব প্রমাণ চাওয়াটা দুঃখজনক৷

এখানেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে কংগ্রেসের মনোভাবের প্রশ্ন তোলেন৷ রাজনাথ বলেন, সন্ত্রাসবাদ নিয়ে কংগ্রেসের ভূমিকা বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাদের কিছু নেতা ওসামাকে বলছে ওসামাজি৷ হাফিজ সইদকে বলছে হাফিজজি৷ সন্ত্রাসবাদ নিয়ে তাদের মতিগতি বা নীতি ঠিক পরিস্কার নয়৷ সন্ত্রাসবাদ দমনে মোদীর উচ্চপ্রশংসা করেন রাজনাথ সিং৷ বলেন, সবাই ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে প্রশ্ন তুলছিল৷ সেই ছাতি এখন ৬৫ ইঞ্চি হয়ে গিয়েছে৷