১৫০০ মিটারে সোনা জিতলেন জনসন, ব্রোঞ্জ চিত্রার


জাকার্তা : ১৫০০ মিটারে সোনা জিতলেন জিনসন জনসন। ৮০০ মিটারে রুপো জেতেন তিনি। আজ ১৫০০ মিটার ছেলেদের ফাইনালে দেশকে এনে দিলেন সোনা। এদিকে মেয়েদের ১৫০০ মিটার ফাইনালে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেলেন চিত্রা উন্নীকৃষ্ণণ পালাকেজ়।

আজ ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ডে রেস শেষ করেছেন জনসন। ৮০০ মিটারের রেসে তাঁকে নিয়েই প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সোনা জেতেন আরও এক ভারতীয় মনজিত সিং। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। আজ ১৫০০ মিটারের ইভেন্টে সোনা আনলেন জনসন। চার নম্বরে শেষ করেছেন মনজিত। এদিকে ৪ মিনিট ১২.৫৬ সেকেন্ডে শেষ করেছেন ২৩ বছরের চিত্রা।

কমনওয়েলথ গেমসে ২৩ বছরের ন্যাশনাল রেকর্ড ভেঙেছিলেন জনসন। ১৫০০ মিটার ইভেন্টে ৩ মিনিট ৩৭.৮৬ সেকেন্ডে পাঁচ নম্বরে শেষ করেন। কোনও পদক আসেনি। এবার এশিয়ান গেমসে ১৫০০ মিটারে সেই রেকর্ড ভাঙা হয়নি ঠিকই। কিন্তু এল সোনা। পুলিশে কাজ করেন জনসন। প্রশিক্ষণ নেন সেনাবাহিনীর কোচ অমরীশ কুমারের কাছেই। তাঁর অত্যন্ত প্রিয় ছাত্র জনসন। এশিয়ান গেমসে সোনা এনে কোচের মুখ উজ্জ্বল করলেন জনসন।