উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে


রাফালে বিমান নিয়ে আলোচনা শুরু হতেই হইচই বেঁধে গেল সংসদে। সরকার ও বিরোধীদের হইচইয়ে বারবার উত্তপ্ত হল সংসদ। একদিকে যেমন বিরোধী কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, টিডিপি সাংসদরা কেন্দ্রকে আক্রমণ শানালেন, তেমনই কেন্দ্রের পক্ষে অরুণ জেটলি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধীদের। সবমিলিয়ে কার্যত তুলকালাম কাণ্ড হল সংসদে।

কাবেরী নদীর জল ইস্যুতে এআইএডিএমকে সাংসদরা বারবার সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। কাগজ ছুড়ে মারেন স্পিকার সুমিত্রা মহাজনকে। বারবার অনুরোধেও তাঁরা কর্ণপাত করেননি। ফলে শেষ অবধি ২৬ জন এআইএডিএমকে সাংসদকে সাসপেন্ড করে দেন লোকসভার স্পিকার। মোট পাঁচটি সেশনে তাঁরা সংসদে যোগ দিতে পারবেন না।

এদিন অরুণ জেটলি যখন বক্তব্য রাখছিলেন, তখন আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। সেইসময়ই কাগজের বিমান বানিয়ে তা জেটলির উদ্দেশ্যে ছুঁড়ে দেন বিরোধীরা। যা নিয়ে স্পিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এদিন শুরুতেই রাহুল রাফালে নিয়ে বিতর্কিত অডিও টেপ চালাতে যান সংসদে। যার জেরে তুমুল বিতর্ক হয়। সংসদের কাজ মুলতুবি করে দেওয়া হয়। রাহুল দাবি করেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর রাফালে মামলার গোপন ফাইল নিজের কাছে রেখেছেন। যা পরে প্রমাণ করতে পারেনি কংগ্রেস।

সারা দেশ রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছে। সরাসরি মোদীকে প্রশ্ন করছে। রাফালে নিয়ে কেন কথা বলছেন না মোদী? প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে রাফালে নিয়ে উত্তর দেওয়া। এদিন প্রধানমন্ত্রী মোদীর সংসদে না থাকাকেও বিরোধীরা কটাক্ষ করেন।

কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেন, বোফর্স, অগাস্টা ওয়েস্টল্যান্ড, ন্যাশনা হেরাল্ডের মতো কেলেঙ্কারি নিয়ে কথা বলতে গেলে বড় ঘটনা ঘটে যাবে। দুর্নীতি মামলায় কংগ্রেসকে তোপ দেগে জেটলি বলেন, রাহুল যখন ছোট ছিলেন তখন কোনও এক কিউ (কুত্রোচ্চি)-এর কোলে খেলা করেছেন। তখন কংগ্রেস বোঝেনি জাতীয় নিরাপত্তা কাকে বলে!