চ্যানেলের দাম ঘোষণা করল কেব্‌ল অপারেটর এবং DTH সংস্থাগুলি


ট্রাই-এর নতুন নিয়ম অনুযায়ী দেশের কেব্‌ল অপারেটরগুলি এবং DTH সংস্থাগুলি বিভিন্ন চ্যানেলের দাম এবং প্যাকের দাম ঘোষণা করল। এদের মধ্যে রয়েছে এয়ারটেল ডিজিটাল টিভি, ডিশ টিভি, সান টিভি থেকে হ্যাথওয়ে, ডেন নেটওয়র্ক এবং সিটি কেব্‌লের মতো অপারেটররা।

প্রত্যেকটি চ্যানেলের আলাদা আলাদা দাম এবং বিভিন্ন গোষ্ঠীর চ্যানেল প্যাকের আলাদা করে দাম ঘোষণা করেছে সংস্থাগুলি। এ ছাড়াও যে সমস্ত ফ্রি চ্যানেল রয়েছে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ প্রিমিয়াম চ্যানেলের দাম ২০ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

ভাষা ভিত্তিক প্যাকও করা হয়েছে। বিভিন্ন প্যাকের দাম আলাদা আলাদা। HD চ্যানেলের প্যাকের দাম তুলনায় অনেকটাই বেশি। দর্শকদের পছন্দ অনুযায়ী চ্যানেল ভিত্তিক আলাদা প্যাক করার জন্য ট্রাই গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু পরে আরও একটি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে। এই সময়ের মধ্যে গ্রাহকদের পছন্দ অনুযায়ী চ্যানেল বেছে পরিষেবা শুরু করতে হবে।