সিডনি টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত


সিডনি: তিন ম্যাচের পর চার টেস্টের সিরিজ ভারতের অনুকূলে ঝুঁকে রয়েছে ২-১ ব্যবধানে৷ সিডনির চতুর্থ তথা শেষ টেস্ট এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক সিরিজ হার বাঁচানোর মঞ্চ হিসাবে বিবেচিত হচ্ছে৷ নূন্যতম ড্র করতে পারলে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে দেশে ফিরবে৷ সুতরাং ভারতের কাছে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে সিডনি টেস্টে৷ এই অবস্থায় এসসিজি'তে আরও একবার টস ভাগ্য সঙ্গ দেয় বিরাট কোহলির এবং প্রত্যাশামতো টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত৷

সিডনির পিচ বরাবর স্পিনারদের অল্পবিস্তর সাহায্য করে থাকে৷ অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে যে ক'টি পিচে বল করার জন্য স্পিনারা মুখিয়ে থাকে, সিডনি সেগুলির মধ্যে অন্যতম৷ এবার অবশ্য সিডনির বাইশগজে ঘাস রয়েছে পর্যাপ্ত পরিমাণে৷ প্রথম দিন পিচে আদ্রতাও থাকবে যথেষ্ট৷ আকাশও মেঘাচ্ছন্ন৷ সুতরাং পেসাররা প্রথম দিনে আগুন ঝরাতে পারে৷ তবে এই পিচে শেষ দু'দিন বল ঘুরবে নিশ্চিত৷ তাই বেশিরভাগ অধিনায়কই এখানে টসে জিতে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন৷ কোহলিও উলটো পথে হাঁটতে রাজি হননি৷

স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ভেবেই ভারত শেষ টেস্টে জোড়া স্পিনার নিয়ে মাঠে নামছে৷ চলতি সিরিজে এই প্রথমবার তারা এক সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনারকে সুযোগ করে দিয়েছে প্রথম একাদশে৷ যদিও রবিচন্দ্রন অশ্বিনের ঠাঁই হয়নি দলে৷ বরং প্রথমবার মাঠে নামার সুযোগ পেয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ রবীন্দ্র জাদেজা যথারীতি জায়গা ধরে রেখেছেন৷ সঙ্গে হনুমা বিহারীর পার্টটাইম স্পিন বোলিংও সাহায্য করবে ভারতকে৷

রোহিত শর্মা দেশে ফেরায় এবং চোটের জন্য ১৩ জনের প্রাথমিক দল থেকে ইশান্ত শর্মা বাদ পড়ায় সিডনির প্রথম একাদশে ভারতের পরিবর্তন ছিল অবসম্ভাবী৷ বাড়তি স্পিনার খেলাতে চেয়ে কূলদীপ যাদবকে ভারত দলে ঢোকায় ইশান্তের জায়গায়৷ রোহিতের বদলে আরও একটা সুযোগ পেয়ে যান লোকেশ রাহুল৷ ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করবেন তিনি৷ হনুমা বিহারী ফিরছেন ব্যাটিং অর্ডারের ছ'নম্বরে৷

টসে জিতে কোহলি বলেন, 'সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা হয়নি৷ আমরা শুধু মাত্র ম্যাচটার উপরেই লক্ষ্য স্থির রাখছি এবং এটা আমাদের কাছে আরও একটা টেস্ট জয়ের সম্ভাবনা মাত্র৷তার বেশি কিছু ভাবছি না আমরা৷'

অস্ট্রেলিয়াও সিডনি টেস্টের প্রথম একাদশে একজোড়া রদবদল করেছে৷বাদ পড়েছেন অ্যারন ফিঞ্চ ও মিলেচ মার্শ৷ ফিঞ্চের জায়গায় দলে ফিরছেন মার্নাস৷ মার্শের বদলে ফিরে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব৷

ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ৷