চাঁদের অদেখা অংশে পৌঁছে গেল চিন! প্রকাশ্যে বিরল ছবি


চন্দ্র অভিযানকে ঘিরে নয়া ইতিহাস রচনা করল চিন। মাহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় যা নিঃসন্দেহে বিরল ঘটনা। চিনের মিডিয়ার দাবি, চাঁদের অদেখা অংশে পৌঁছে গিয়েছে চিনের চন্দ্রযান। আর সেখানকার ছবিও প্রকাশ্যে এনেছে তারা। ঘটনার সত্যতা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে 'চ্যাং'ই ৪' নামের মহাকাশযানকে পাঠানো হয় এই মিশনে। বৃহস্পতিবার বেজিং এর স্থানীয় সময় সকাল ১০:২৬ মিনিটে চন্দ্রপৃষ্ঠের এই বিরল অংশে পৌঁছে যায় এই মাহাকাশ যান । চিনের সেন্ট্রাল মিডিয়ার তরফে জানানো হয়েছে, এই মহাকাশযানের ল্যান্ডিং খুবই 'স্মুথ' ভাবে হয়েছে। এরপরই 'চ্যাং 'ই ৪' এর ক্যামেরায় ওঠে এই বিরল অংশের ছবি।

চিনই এই মুহূর্তে বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের অদেখা অংশে অবতরণ করেছে সফলভাবে। শুধু তাই নয়, এই অবতরণ সফলভাবে হয়েছে চন্দ্রপৃষ্ঠের কোনো ক্ষতি না করেই। উল্লেখ্য, চিনের প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী খুব শিগগিরিই চিন মহাকাশ গবেষণায় 'সুপার পাওয়ার'হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে।