অক্টোবরেরই ভারতের অস্ত্রভান্ডারে আসছে S-400


নয়াদিল্লি:  অবশেষে ভারতের অস্ত্রভান্ডারে আসছে সর্বাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল S-400। আগামী বছরেই ভারতের অস্ত্র ভান্ডারে আসছে এই মিসাইল। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের অক্টোবরের মধ্যে রাশিয়ার সবথেকে আধুনিক এই মিসাইল সিস্টেম চলে আসবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ব্রহ্ম।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে একটি ২০২০ সালে চলে আসলেও ২০২৩ সাল পর্যন্ত ধীরে ধীরে রাশিয়ার কাছ থেকে নেওয়া সবকটি S-400 ভারতের অস্ত্রভান্ডারে যুক্ত হবে।

গত বছর আমেরিকার হুমকি উড়িয়ে রশিয়ার সঙ্গে S-400 মিসাইল সিস্টেম কেনা নিয়ে চুক্তি করে। ইতিমধ্যে ভারতের প্রতিবেশী অর্থাৎ চিনকে এস-৪০০ মিসাইলের প্রথম চালান দিয়েছে। শোনা যাচ্ছে ভারত সীমান্তে তা মোতায়েন করতে পারে লালচিন। ফলে বড়সড় সুরক্ষার মুখে ভারতের নিরাপত্তা। তাই দ্রুত এই বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় ভারতের। প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি হয় সে দেশের সঙ্গে। এস-৪০০ 'ট্রায়াম্ফ' ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থাটি ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৩০০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম৷ একইসঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংসও করতে পারবে৷

অন্য রাডারে প্রায় ধরাই পড়ে না, এমন 'স্টিল্থ' এয়ারক্র্যাফটও এই সিস্টেমের রাডারে ধরা পড়ে যাবে৷ দেশের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সরকারি ভবনগুলি এর ফলে নিরাপদ হবে৷ পাক ও চিনা পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ থেকেও অনেকটা নিশ্চিন্ত থাকবে ভারত৷