স্বাধীনতার ৭০ বছর পরেও রাজ্যে রাজ্যে বাঙালি উদ্বাস্তু! সংখ্যাটা জানলে চমকে যাবেন


স্বাধীনতার ৭০ বছর পরেও বাঙালি উদ্বাস্তু। সংখ্যাটা প্রায় দেড় কোটি। হ্যাঁ, সমীক্ষায় এমনউ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন অংশে এঁরা এখনও বাসস্থান খুঁজে চলেছেন। যেসব রাজ্যে বাঙালি উদ্বাস্তুরা রয়েছেন, সেইসব রাজ্যগুলি হল, ওড়িশা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার এবং আন্দামান। সম্প্রতি নিখিল ভারত বেঙ্গলি উদ্বাস্তু সমন্বয় সমিতি বাঙালি উদ্বাস্তুদের নিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

এনআরসির জেরে আরও বহু মানুষ তাঁদের নাগরিকত্ব খোয়াতে চলেছেন। প্রকাশিত তথ্য় অনুযায়ী কর্নাটকে বসবাস করেন প্রায় ৩৫ হাজার বাঙালি উদ্বাস্তু।  ছত্তিসগড়ের বস্তারে রয়েছেন প্রায় ১ লক্ষ বাঙালি উদ্বাস্তু।

নিখিল ভারত বেঙ্গলি উদ্বাস্তু সমন্বয় সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছেন, স্বাধীনতার ৭০ বছর পরেও প্রায় দেড় কোটি বাঙালি উদ্বাস্তু, এটা মোটেও, সুখের খবর নয়। এর সঙ্গে তিনি নভেম্বরের শুরুতে অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালির হত্যার কথাও উল্লেখ করেছেন। যাঁরা উদ্বাস্তু বলে জানিয়েছেন সুবোধ বিশ্বাস।

সুবোধ বিশ্বাসের মতে, মূল ধারার বাসিন্দা, অর্থাৎ যাঁরা পশ্চিমবঙ্গে স্থায়ী ভাবে বসবাস করছেন, তাঁদের এইসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। নিখিল ভারত বেঙ্গলি উদ্বাস্তু সমন্বয় সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে উদ্বাস্তুদের সংখ্যা

অসম ৭৫ লক্ষ
উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড ২৫ লক্ষ
ওড়িশা ৩০ লক্ষ
মধ্যপ্রদেশ ১১ লক্ষ
ছত্তিশগড় ৫ লক্ষ
ঝাড়খণ্ড ৫ লক্ষ