সম্পর্কের টানাপোড়েন, বালি থেকে উদ্ধার ছাত্রীর দেহ


হাওড়া: ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে৷ শনিবার রাতে হাওড়ার বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝখান থেকে উদ্ধার হয় একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিকের দেহ৷ প্রণয় ঘটিত কারণেই আত্মহত্যা বলে দাবি মৃত ছাত্রীর পরিবারের তরফে৷ তৃষার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথা ভাবছে ছাত্রীর পরিবার৷
 
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই নিকোঁজ ছিল বালির বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিক৷ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ মেলেনি৷ রাতে বালি ও উত্তরপাড়া স্টেশনের মধ্যবর্তী একটি জায়গা থেকে বেলুড় জিআরপি তৃষার দেহ উদ্ধাকর করে৷

প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েনের কারণেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে৷ এমনটাই মনে করছে মৃতার পরিবার। জানা গিয়েছে, নিশ্চিন্দার বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তৃষার৷ কিন্তু গত তিন দিন আগে সেই সম্পর্কে চিড় ধরে৷ দুজনের কথাও বন্ধ ছিল৷ অন্যদিকে এর আগে আরও এক যুবকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্টতা ছিল বলে জানতে পারে তার পরিবার৷

ফলে প্রণয়ঘটিত কারণেই তৃষা আত্মহত্যায় বাধ্য হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের৷ ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর চিন্তাভাবনা করছে মৃত ছাত্রীর পরিবার৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ৷