লাগামহীন অটোভাড়া নিয়ে অভিযোগ তুলে বিধাননগরে অবরোধ নিত্যযাত্রীদের


কলকাতা: অটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগ রয়েছে যাত্রৌদের। আর সেই আভিযোগেই এবার বিধাননগরে পথ অবরোধ করল নিত্যাযাত্রীরা।

কোনও নির্দিষ্ট অটো ভাড়া নেই বলে অভিযোগ যাত্রীদের। পাশাপাশি এই রুটে ব্যস্ত সময়ে বাসে ওঠাও বেশ কঠিন। তাই প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্চে সাধারণ মানুষকে।

এই অভিযোগেই সোমবার সকালে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। বেশিরভাগই অফিস যাত্রী। সেক্টর ফাইভ বা করুণাময়ীতে নিজেদের কর্মস্থলে যান তাঁরা। অভিযোগ, কোনও নির্দিষ্ট ভাড়া নেই এই রুটে। মাত্রাতিরিক্ত ভাড়া না দিলে যেতে চায় না অটোওয়ালারা। আর বাসে এত ভিড় থাকে যে, বাদুড়ঝোলা হয়ে যেতে হয় যাত্রীদের। তাই রীতিমত হয়রানির শিকার তাঁরা। অফিসযাত্রীদের এর ফলে অফিসে পৌঁছতে দেরি হয়ে যায় বলেও অভিযোগ। নিত্যদিনের সমস্যার সুরাহা চেয়ে তাই এদিন পথে নামেন তাঁরা।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনি নাগাদ শুরু হয় অবরোধ। ১৫ নম্বর বাস স্ট্যান্ডে যাত্রীরা বাস, অটো আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের জেরে রাস্তায় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় ইএম বাইপাস।