মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশেই বাংলাতে প্রচুর নিয়োগ


'Y' গ্রুপে (Non-Technical) (Automobile Technician (Auto Tech) and Indian Air Force (Police) [IAF(P)]) Trades-এ এয়ারম্যান নির্বাচনের জন্য একটি রিক্রুটমেন্ট ব়্যালির আয়োজন করেছে ভারতীয় বায়ুসেনা৷ পশ্চিমবঙ্গের এয়ার ফোর্স স্টেশন বারাকপুরের ৪ এয়ারম্যান সিলেকশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই ব়্যালিটি৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের নির্দিষ্ট জেলার ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা সরাসরি গিয়ে রিক্রুটমেন্ট ব়্যালিতে অংশগ্রহণ করতে পারেন৷ অংশগ্রহণ করতে যাওয়ার সময় তাঁদের আবশ্যিকভাবে যাবতীয় নথিপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনও পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ৷ ইংরাজি ভাষাতেও ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷

পশ্চিমবঙ্গ ও সিকিমের যে যে জেলার প্রার্থীরা এই ব়্যালিতে অংশগ্রহণ করতে পারবেন:-
সিকিম রাজ্যের সব জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শুধুমাত্র অবিবাহিত ভারতীয় ও নেপালি পুরুষ প্রার্থীরা এই ব়্যালিতে অংশগ্রহণ করার যোগ্য৷ যে সব প্রার্থীরা কোনও কারণে ভারতীয় বায়ুসেনা থেকে বহিষ্কৃত হয়েছেন তারা এই ব়্যালিতে অংশগ্রহণ করার যোগ্য নন৷

বয়সসীমা: ১৯৯৮ সালের ১৪ জুলাই থেকে ২০০২ সালের ২৬ জুনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন৷

বেতন: প্রাথমিকভাবে প্রতি মাসে ২৬ হাজার ৯০০ টাকা৷ Rs. 26,900/- initially per month.

ফিজিক্যাল স্টান্ডার্ডস:-
(i) অটো টেকের জন্য: উচ্চতা- ১৬৫ সেন্টিমিটার (১৬২.৫ সেন্টিমিটার উত্তর-পূর্ব এবং পাহাড়ি অঞ্চলের জন্য), ছাতি- ন্যূনতম ৫ সেন্টিমিটার, ওজন- বয়স এবং উচ্চতার অনুপাতে৷
(ii) আইএএপ (পি): উচ্চতা- উত্তর পূর্ব এবং পাহাড়ি অঞ্চল সহ সবার জন্যই ১৭৫ সেন্টিমিটার, ছাতি- ন্যূনতম ৫ সেন্টিমিটার, ওজন- বয়স এবং উচ্চতার অনুপাতে৷
প্রত্যেক প্রার্থীকে ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অধিকারি হতে হবে৷ এমন কোনও শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে, যা দায়িত্ব পালনে বাঁধা দিতে পারে৷

নির্বাচন প্রক্রিয়া: শারীরিক ফিটনেস টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, মেডিক্যাল পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে৷ প্রথমে প্রার্থীদের শারীরিক ফিটনেস টেস্ট ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১.৬ কিলোমিটার দৌড়াতে হবে৷ দৌড়ানোর সঙ্গে শারীরিক ফিটনেস টেস্টে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১০টি পুশ-আপ, ১০টি সিট-আপ এবং ২০টি স্কোয়াট করতে হবে৷ এই টেস্টে যোগ্য প্রমাণিত হলে ৪৫ মিনিটের একটি লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের দু'টি অ্যাডাপ্টেবিলিটি টেস্ট নেওয়া হবে৷ যারা এই দু'টি পরীক্ষায় সফল বলে বিবেচিত হবেন তাঁদের ২০১৯ সালের জানুয়ারি মাসে এসএমসি, এয়ার ফোর্স স্টেশন বারাকপুরে মেডিক্যাল পরীক্ষার জন্য আসতে হবে৷

২০১৯ সালের ৩০ এপ্রিল মাসে ৪ এয়ারম্যান সিলেকশন সেন্টার, (পলতা গেটের কাছে), এয়ার ফোর্স স্টেশন বারাকপুর, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ – ৭৪৩১২২ ঠিকানায় প্রভিশনাল সিলেক্ট লিস্ট টাঙানো হবে৷ এই নির্বাচনী তালিকা উত্তর ২৪ পরগণার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠিয়ে দেওয়া হবে৷ সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের ওয়েবপোর্টালেও নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে৷

নির্বাচিত প্রার্থীদের প্রথমে কর্নাটকের বেলাগাভির বেসিক ট্রেনিং ইন্সটিটিউটে পাঠানো হবে জয়েন্ট বেসিক ফেজ ট্রেনিং-এর (জেবিপিটি) জন্য৷ ট্রেনিং চলাকালীন ১৪ হাজার ৬০০ টাকা প্রতি মাসে স্ট্রাইপেন দেওয়া হবে প্রার্থীদের৷

কী করে আবেদন করবেন?
এই ব়্যালিতে অংশগ্রহণ করার জন্য আগে কোনও আবেদনের বিষয় নেই৷ ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে সরাসরি রিক্রুটমেন্ট ব়্যালিতে উপস্থিত হতে হবে৷ ব়্যালিতে উপস্থিত হওয়ার সময় আবশ্যিকভাবে শিক্ষাগত যোগ্যতা, সম্প্রদায়, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্র নিয়ে আসতে হবে৷

রিক্রুটমেন্ট ব়্যালির দিন ও সময়:-
দিন: ২৫/০৯/২০১৮ সকাল ৬টা থেকে ৩০/০৯/২০১৮ তারিখ পর্যন্ত৷
স্থান: ৪ এয়ারম্যান সিলেকশন সেন্টার, (পলতা গেটের কাছে), এয়ার ফোর্স স্টেশন বারাকপুর, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ – ৭৪৩১২২৷

সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের ওয়েবপোর্টাল: www.airmenselection.cdac.ইন
উপরের সব তথ্যই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে৷ তাই এই ব়্যালিতে অংশগ্রহণ করতে যাওয়ার আগে ভারতীয় বায়ুসেনার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞাপনটি খুঁটিয়ে পড়ে নিন৷