ধান বিক্রি? এ বার রাজ্য সরকারের SMS সরাসরি পাবেন কৃষকরা


ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷


কলকাতা: বাংলার কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার৷ ধান কিনতে এ বার সরাসরি কৃষকদের মোবাইলে এসএমএস করবে সরকার৷ চলতি মাস থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর৷

ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷ জানানো হবে কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্যও৷ ইতিমধ্যেই ১৭ লক্ষ কৃষকের মোবাইল নম্বর সংগর্হ করেছে সরকার৷
কৃষকদের এসমএমএস করে ধান কেনা ও অন্যান্য তথ্য জানানোর প্রক্রিয়াটি কৃষি ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগ৷