লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ দেবে সরকার


তিরুঅনন্তপুরম:লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ টাকা করে দেবে সরকার। কেরলের রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তি জারি করে কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রূপান্তরকামীরা যদি তাঁদের লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে সরকার তাঁদের দু লক্ষ করে টাকা দেবে। যাঁরা ইতিমধ্যেই তাঁদের লিঙ্গ পরিবর্তন করে ফেলেছেন তাঁরাও এই টাকা পেতে আবেদন করতে পারেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর ফেসবুক পেজে সরকারি ভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানে লেখা হয়েছে যে রূপান্তরকামীরা অর্থাভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারছেন না, তাঁরা যেন চিন্তা না করেন। সরকার তাঁদের পাশে রয়েছেন।

এর আগে কেরলে রূপান্তরকামীদের শিক্ষা এবং কর্মসংস্থানেরও যাবতীয় দায়িত্ব নিয়েছে কেরল সরকার। ভারতে মধ্যে দক্ষিণ ভারতের এই রাজ্যই প্রথম রূপান্তরকামীদের জন্য বিশেষ নীতি নিয়ে আসে। কেরলের সব সরকারি কলেজে রূপান্তরকামীদের জন্য দু'‌টি করে আসন সংরক্ষিত রয়েছে।