অবসর নিচ্ছেন PepsiCo সিইও ইন্দ্রা নুয়ি


দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পরে পেপসিকো সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইন্দ্রা নুয়ি। সোমবার আমেরিকান সংস্থার তরফে এই খবর পাওয়া গিয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পেপসিকো প্রেসিডেন্ট র‌্যামন লাগুয়ার্তা। 

এদিন সংস্থা প্রচারিত বিবৃতিতে জানা গিয়েছে, 'বোর্ড অফ ডিরেক্টর্স সর্বসম্মত ভাবে ইন্দ্রা নুয়ির (৬২) পরিবর্ত হিসেবে র‌্যামন লাগুয়ার্তাকে চিফ একজিকিউটিভ অফিসার হিসেবে নির্বাচিত করেছে।'

এক দশকের বেশি সিইও পদে থাকাকালীন পেপসিকোর পণ্যের গুণগত মান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন আইআইএম কলকাতার প্রাক্তনী ইন্দ্রা নুয়ি। সংস্থায় নিজের দায়িত্ব পালন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'পেপসিকো-কে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সেরা সম্মানজনক পদক্ষেপ। গত ১২ বছরে আমরা যা কিছু করেছি, তার জন্য আমি গর্বিত। শুধুমাত্র সংস্থার শেয়ারহোল্ডারদেরই নয়, বিশ্বজুড়ে সমস্ত গোষ্ঠীর গ্রাহকদের উত্‍সাহ বৃদ্ধি করতে আমরা সমর্থ হয়েছি।'

এদিন পেপসিকো এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, 'দীর্ঘ ২৪ বছর সংস্থায় থাকার পরে আগামী ৩ অক্টোবর অবসর নিতে চলেছেন সিইও ইন্দ্রা নুয়ি। শেষ ১২ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন। ৩ অক্টোবর নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বোর্ড অফ ডিরেক্টর্স মনোনীত র‌্যামন লাগুয়ার্তা।' 

এদিন অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে আবেগঘন টুইট করেন ইন্দ্রা নুয়ি।

পেপসিকো-র সঙ্গে ২২ বছরের সম্পর্ক র‌্যামন লাগুয়ার্তার। এর আগে তিনি সারা বিশ্বে সংস্থার কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। সেই সঙ্গে সংস্থার প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট কৌশল, জনস্বার্থ নীতি এবং সরকারি কাজের সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। 

টুইটারে তাঁর সম্পর্কে অগাধ আস্থা প্রকাশ করেন বিদায়ী সিইও ইন্দ্রা নুয়ি।