ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে মাদক ব্যবসা!

কৌস্তভ বিশ্বাস

খোলাখুলি ভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি করে গ্রেপ্তার হায়দরাবাদের এক ইঞ্জিনিয়ার। কৌস্তভ বিশ্বাস নামে আদতে কলকাতার বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে হায়দরাবাদে থাকে। তার সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে সৈয়দ আদিল নামে কৌস্তভের এক সহযোগীকে। 

ফেসবুকে যেমন ভাবে জামাকাপড় বা জাঙ্ক জুয়েলারির বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করেন অনেকে, ঠিক সেই ভাবেই গাঁজা, কোকেন, মারিজুয়ানা, এলএসডি-র ছবি দিয়ে বিক্রি করত কৌস্তভ। হায়দরাবাদের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত কৌস্তভ হুমায়ননগর এলাকার সরোজিনী দেবী হাসপাতালের কাছে একজনকে কোকেন বিক্রি করতে গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে কৌস্তভকে গ্রেপ্তার করার পর তার ফেসবুক প্রোফাইল দেখেঁ আঁতকে ওঠেন পুলিশ অফিসাররা। 

কোনও লুকোছাপা নেই, কোনও ধরা পড়ার ভয় নেই। খোলাখুলি ছবি দিয়ে দিয়ে অবাধে চলছে মাদকের ব্যবসা। সঙ্গে তার নিজেরও মাদক সেবনের একাধিক ছবি। পুনের এক মাদক পাচারকারীর কাছ থেকে ড্রাগস কিনত কৌস্তুভ। তার খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।