দুশ্চিন্তায় ফেলে অনেকটাই বাড়ল পেট্রল-ডিজেলের মূল্য


নয়াদিল্লি: কখনও ৭ পয়সা, কখনও ১৯ পয়সা, এভাবেই একটু একটু করে কমছিল জ্বালানির মূল্য৷ কিন্তু গত ৫দিন ধরে সেই দাম বাড়তে বাড়তে ফের মাথায় হাত আমজনতার৷ আজ মঙ্গলবার ষষ্ঠদিনেও বাড়ল পেট্রল-ডিজেলের মূল্য৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবং টাকার মূল্যে প্রভাব পড়ায় দেশে বিভিন্ন শহরে বিভিন্ন হারে দাম বাড়ল তেলের৷

একনজরে সেই দাম-

নয়াদিল্লি- পেট্রোল ৭০.৪১টাকা এবং ডিজেল ৬৪.৪৭টাকা প্রতি লিটার৷ সোমবারে এই দাম ছিল- পেট্রোল ৭০.১৩টাকা এবং ডিজেল ৬৪.১৮টাকা প্রতি লিটার৷

নয়ডা- এখানে পেট্রল ৭০.২৯টাকা এবং ডিজেল ৬৩.৮৪টাকা৷

গুরুগ্রাম- গুরুগ্রামে পেট্রলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার হয়েছে ৭১.৩২টাকা এবং ডিজেলে দাম হয়েছে ৬৪.৪৫টাকা৷

মুম্বই- গতকালের থেকে ২৮ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোল ৭৬.০৫টাকা এবং ৩১ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেল ৬৭.৪৯টাকা৷

চেন্নাই- ২৯ পয়সা বেড়ে পেট্রোল প্রতি লিটার ৭৩.০৮টাকা এবং ডিজেল ২৮ পয়সা বেড়ে ৭২.৫২টাকা৷

কলকাতা- চেন্নাইয়ের মতো একই হারে দাম বৃদ্ধি পেয়েছে এখানেও৷ পেট্রল ৬৮.০৯টাকা এবং ডিজেল ৬৬.২৪টাকা৷