হোয়াটসঅ্যাপে ফিরে এসেছে এই বিপজ্জনক মেসেজ, সতর্ক হোন এখনই


২০১৬ সালে প্রথম 'হোয়াটসঅ্যাপ গোল্ড' এর আবর্ভাব হয়েছিল। প্রিমিয়াম সার্ভিসের নামে আসলে এই অ্যাপ দিয়ে গ্রাহকের ফোন হ্যাক করছিল হ্যাকাররা।

হোয়াটসঅ্যাপে একটি মেসেজে লিঙ্কে জানানো হয় যে প্রিমিয়াম সার্ভিসের জন্য বিনামূল্যে হোয়াটসঅ্যাপ গোল্ড পাওয়া যাচ্ছে। আদতে 'হোয়াটসঅ্যাপ গোল্ড' নামে হোয়াটসঅ্যাপের কোন প্রিমিয়াম সার্ভিস নেই। এটা আসলে সাধারন মানুষকে বোকা বানিয়ে ফোনে ম্যালিশাশ অ্যাপ ইনস্টল করানোর এক উপায় মাত্র। সম্প্রতি ভারতে আবার এই 'হোয়াটসঅ্যাপ গোল্ড' মেসেজ ফিরে এসেছে। বিভিন্ন মানুষ না জেনেই এই মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন। ফলে এই ভুয়ো অ্যাপ সহজে ছড়িয়ে পড়ছে। 'হোয়াটসঅ্যাপ গোল্ড' সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন।

১। 'হোয়াটসঅ্যাপ গোল্ড' কোম্পানির প্রিমিয়াম সার্ভিস বলে দাবি করলেও এটা আসলে একটি ম্যালওয়্যার।

২। হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ানোর জন্য এই মেসেজ ছড়াচ্ছেন।

৩। ইতিমধ্যেই একাধিক অ্যান্টিভাইরাস কোম্পানি এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে।

৪। একাধিক উপায়ে কাজ করে এই ভাইরাস।

৫। বিশেষ কলিং ব্যবস্থার প্রতিশ্রুউতি দিয়ে অন্য একটি 'হোয়াটসঅ্যাপ গোল্ড' মেসেজ বাজারে ছড়িয়েছে।

৬। 'হোয়াটসঅ্যাপ গোল্ড' সম্পর্কিত যে কোন ধরনের মেসেজ ফোন থেকে তৎক্ষণাৎ ডিলিট করুন।

৭। সাধারনত এই মেসেজ ফরওয়ার্ড করা হয়। এবং মেসেজের উপরে তা লেখা থাকে।

৮। হোয়াটসঅ্যাপে কোন সাবস্ক্রিপশান সার্ভিস নেই। তাই এই ধরনের ভুয়ো মেসেজ থেকে দূরে থাকুইন।

৯। কোন চ্যাটে পোস্ট করা যে কোন ধরনের ক্লিক করার আগে মেসেজের সত্যতা যাচাই করে নিন। না হলে সহজেই আপনার ফোনে ভাইরাস ও ম্যালওয়্যারের প্রবেশ ঘটবে, যা হ্যাকিং সহজ করে দেবে।

১০। হোয়াটসঅ্যাপে কোন ছবিতে ট্যাপ করলেই আপনাকে ট্র্যাক করা শুরু করতে পারে হ্যাকাররা।