বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম৷


মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ৷ দিল্লিতে লিটার প্রতি চার টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম৷ ৫০০ গ্রাম দুধের দাম বেড়ে দাঁড়াল ২২ টাকা৷

সবজি থেকে মাছ সব কিছুরই দাম আকাশছোঁয়া৷ বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে গৃহস্থদের৷ গ্যাসের দাম নিয়ে বহুবার সরব হয়েছেন মধ্যবিত্তরা৷ তবে চলতি বছরের শুরুতেই যদিও ভরতুকি এবং ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার৷ তাতে কিছুটা হলেও সংসার খরচ কমেছে আমজনতার৷ কিন্তু আবারও বাড়তে চলেছে মধ্যবিত্তের সংসারের খরচ৷ কারণ, দিল্লিতে বাড়তে চলেছে মাদার ডেয়ারির দাম৷ প্রতি লিটার প্রতি চার টাকা করে বাড়ছে মাদার ডেয়ারির দাম৷ এতদিন ৫০০ গ্রাম মাদার ডেয়ারির দাম ছিল ২০ টাকা৷ এবার থেকে ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে আমজনতাকে খরচ করতে হবে ২২ টাকা৷

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ভরতুকির জেরে এতদিন মাত্র ২০ টাকা খরচ করেই ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে পারতেন গৃহস্থরা৷ কিন্তু ক্রমশই বাড়ছে মাদার ডেয়ারির চাহিদা৷ সেই চাহিদার সঙ্গে জোগানের পাল্লা দিতে গিয়েই ভরতুকি দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই বাধ্য হয়েই  দিল্লিতে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ানো হচ্ছে৷ তবে ডবল টোনড দুধের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে না৷ কলকাতায় এই বর্ধিত দাম কার্যকর হবে না বলেই জানিয়েছে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর৷ নয়া সিদ্ধান্তে বেজায় বিরক্ত সাধারণ মানুষ৷ একের পর এক জিনিসের মূল্যবৃদ্ধির ঘটনায় বিব্রত আমজনতা৷