কুম্ভমেলা সম্পর্কে কিছু অজানা তথ্য৷


প্রয়াগরাজ: ১২ কোটি পুণ্যার্থী নিয়ে শুরু হল কুম্ভের পবিত্র স্নান৷ সেজে উঠেছে প্রয়াগরাজ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে গঙ্গায় ডুব দেওয়ার পালা৷ এর আগে, ২০১৩ -তে শেষবার অনুষ্ঠিত হয়েছিল কুম্ভমেলা। এবছর ১৫ জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হয়ে মেলা চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত৷

জেনে নিন এই কুম্ভমেলা সম্পর্কে কিছু অজানা তথ্য৷

১৷ প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে। প্রতি বারো বছর বা এক যুগ অন্তর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়ে থাকে। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর পরপর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসবেই৷ তা পূর্ণই হোক বা অর্ধ।

২৷ বারোটি পূর্ণকুম্ভ বা পরিপূর্ণ কুম্ভ মেলা, অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এই মহা কুম্ভ বিশেষ মর্যাদার সাথে পালিত হয়। কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়ে থাকে। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি গ্রহ ও সূর্যের অবস্থান অনুযায়ী। যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করে নাসিকের ত্র্যম্বকেশ্বরে অনুষ্ঠিত হবে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে কুম্ব মেলা হবে হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে কুম্ভ হবে প্রয়াগে আবার সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।

৩৷ বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বলা হয় একে৷ ২০১৭ সালে ইউনেসকো এই কুম্ভমেলাকে অনুনকরণীয় মানবিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বা "Intangible Cultural Heritage of Humanity" আখ্যা দিয়েছিল৷

৪৷ কুম্ভমেলা উপলক্ষ্যে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে, যেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, বন্ধ রাখা হয়েছে৷ ডিগ্রি কলেজগুলিকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রায় ৬ হাজার নতুন বাস নামানো হয়েছে প্রয়াগরাজের রাস্তায়৷ ভারতীয় রেল মন্ত্রকের তরফে নতুন কিছু ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ যাত্রী ভীড় সামলানোর জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে প্রয়াগরাজে স্টপেজের ব্যবস্থা করা হয়েছে৷

৫৷ এয়ার ইণ্ডিয়ার পক্ষ থেকে নতুন উড়ানের ব্যবস্থা হয়েছে৷ দিল্লি, আহমেদাবাদ ও কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার বিশেষ বিমান থাকছে৷ ১৩ জানুয়ারি থেকে ৩০শে মার্চ পর্যন্ত এই বিশেষ বিমানগুলি যাতায়াত করবে৷ এছাড়াও নয়াদিল্লি, কলকাতা, নাগপুর, ইন্দোর, বেঙ্গালুরু, লখনউ, আহমেদাবাদ,দেরাদুন ও ভোপাল থেকে বেসরকারি বিমান পরিষেবা থাকছে৷

৬৷ ২০১৯ সালের এই কুম্ভমেলা প্রায় ৩২০০ হেক্টর জায়গার ওপর অনুষ্ঠিত হচ্ছে৷ এই প্রথম মেলায় কিন্নর আখড়া তৈরি করা হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকাও তৈরি করে পূণ্যার্থীদের জন্য রাখা হয়েছে৷ ১৪ বছরের নীচে শিশুরা যাতে হারিয়ে না যায়, তার জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের সহায়তায় একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ ব্যবহার করা হচ্ছে৷ প্রতি শিশুর কাছে রাখা হচ্ছে এই ট্যাগ৷ ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার ট্যাগ বিতরণ করা হয়েছে৷