সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের থেকে ১০ কদম দূরে বিরাট


অ্যাডিলেড: প্রথম ম্যাচে তাঁর ব্যাট ছিল খামোশ! রান তাড়া করতে নেমে জেতেনি ভারত৷ কিন্তু তাঁর প্রিয় অ্যাডিলেড ওভালে সেঞ্চুরি করে দলকে জয়ের পথ দেখাচ্ছেন ক্যাপ্টেন কোহলি৷ অস্ট্রেলিয়ার ২৯৯ রান তাড়া করতে নেমে বিরাটের ব্যাটে দুরন্ত সেঞ্চুরি৷ সেই সঙ্গে ওয়ান ডে কেরিয়ারে ৩৯ তম শতরান করে ফেললেন কোহলি৷ রান তাড়া করতে নেমে এটি ২৪ নম্বর সেঞ্চুরি বিরাটের৷

ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ৪৯টি সেঞ্চুরি এখনও লিটল মাস্টারের দখলে৷ অর্থাৎ সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ১০ কদম দূরে কোহলি৷ এই দু'য়ের মাঝে কেই নেই৷ সুতরাং সচিনের ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে গেল৷ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন বিরাট৷ গুয়াহাটি, বিশাখাপত্তনম ও পুনে৷ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বিরাট৷

সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও অ্যাডিলডে ওভালে 'ডু অর ডাই' ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দেন বিরাট৷ তবে ব্যক্তিগত ১০৪ রানে রিচার্ডসনকে ওভার বাউন্ডারি মারতে গিয়ে লাইনের ধারে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন ভারত অধিনায়ক৷ ১১২ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন কোহলি৷

টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া৷ অর্থাৎ সিরিজে টিকে থাকতে হলে ভারতকে তুলতে হবে ২৯৯ রান৷ মূলত শন মার্শের দুরন্ত সেঞ্চুরিতে বড় রান তোলে অজিবাহিনী৷ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১৩১ রান করে ভুবনেশ্বরের বলেই জাদেজার হাতে ধরা পড়েন বাঁ-হাতি অজি ব্যাটসম্যান৷

রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৪৭ রান যোগ করে করার পর ব্যাট হাতে মাঠে নেমে দলকে টানেন বিরাট৷