তিস্তার বুকে অবৈধ বালি উত্তোলন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি ও জেসিবি


জলপাইগুড়ি :  জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তার এক নম্বর স্পার জুবলি পার্ক সংলগ্ন এলাকায় চরে বালি তোলার জেসিবি মেশিন নামিয়ে প্রকাশ্যে চলল বালি উত্তোলনের কাজ৷ সোমবার মোট সাতটিরও বেশি ডাম্পার কাজে লাগানো হয় এই কাজে৷ অবৈধ ভাবে বালি তোলা হয় সারা দিন ধরে৷

জেসিবি মেশিনের মাধ্যমে প্রায় দশ মিনিটে একটি ডাম্পারে বালি ভরতি করা হয়। এই ভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত বালি উত্তোলন চলে। বালি বোঝাই করে ডাম্পারগুলি জেলা শাসক দফতরের উলটো দিকের তিস্তার বাঁধে নিয়ে গিয়ে ফেলা হয়৷

বালি তোলা কেন হচ্ছে জানতে চাওয়া হলে ওই রাস্তায় কাজের ঠিকাদার সোনা বাগচি বলেন,"সেচ দফতরের উদ্যোগে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে রাস্তায় কাজ শুরু হয়েছে। জুবলি পার্ক থেকে বালা পাড়া পর্যন্ত সেচ দফতরের উদ্যোগে রাস্তা পাকা করা হবে। সেচ দফতরের অনুমতি নিয়েই তিস্তা নদী থেকে বালি তোলা হচ্ছে"।

এদিকে সোমবার দুপুরে বালি তোলার অনুমতি রয়েছে বলে জানানোর পরে, বিকেলেই ছবিটা বদলে যায়৷ ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা কোতয়ালি থানায় পুলিশকে সাথে নিয়ে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় তিস্তা নদীর চরে।

অভিযান চালিয়ে সাতটি ডাম্পার ও একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করে।

বিএলআরও বিপ্লব হালদার বলেন, 'সম্পূর্ণ বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। খবর পেয়েই পুলিশকে নিয়ে অভিযানে নামা হয়৷ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷'