সরকারী কর্মচারীদের জন্য বড়সড় খুশির খবর


নয়াদিল্লি: 7th Pay Commission অনুযায়ী দীর্ঘদিন ধরেই ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানিয়ে আসছে প্রায় ৬৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী৷ আর ২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি মিটতে পারে বলেই অনেকেই মনে করছেন৷

এনডিএ সরকার কর্মচারীদের ক্ষোভ মেটাতে বড় পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ তার আভাস দিয়ে দিয়েছে৷ আর এবার পালা বেতন বৃদ্ধির৷

সংবাদ সূত্র অনুযায়ী, 7th Pay Commission অনুযায়ী, ১৮,০০০-২১,০০০ পর্যন্ত টাকা বাড়তে পারে৷ কেন্দ্রীয় কর্মচারীদের দাবি নিয়েও চিন্তা-ভাবনা চলছে বলে জানা গিয়েছে৷ তবে সূত্রের খবর, গ্রেড ১ থেকে ৫ পর্যন্ত কর্মচারীদের বেতন বাড়তে পারে৷ এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর যা ২.৫৭ শতাংশ, তা বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করা হতে পারে৷ সম্প্রতি উত্তরাখণ্ড সরকার কর্মচারীদের ভাতা বৃদ্ধি করেছে৷

কেন্দ্রীয় কর্মচারীদের দাবি, ন্যূনতম বেতন আট হাজার বাড়ানো হোক৷ বর্তমানে সেই বেতন ১৮,০০০ টাকা৷ যা বাড়িয়ে ২৬,০০০ টাকা করার দাবি উঠেছে৷ এছাড়া ২.৫৭ শাতংশ থেকে ৩.৬৮শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিও রয়েছে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেথে কর্মচারীদের এই দাবি অনুযায়ী, কেন্দ্র কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বলেই মনে করছে বিভিন্ন মহল৷