‘কংগ্রেস ৬০ বছরে ১৩ কোটি, এনডিএ মাত্র ৪ বছরে ১০ কোটি’


উজ্জ্বলা ‌যোজনার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার উজ্জ্বলা ‌যোজনায় এলপিজি গ্রাহকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এলপিজি এসে প্রথাগত রান্নার উনুন থেকে মুক্তি পেয়েছেন মায়েরা। একসময়ে এলপিজি ‌যেখানে ধনীদের প্রতীক ছিল তা এখন সাধারণ মানুষের নাগালে।

প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের ৮১ শতাংশ ঘরে বর্তমানে এলপিজি পৌঁছে গিয়েছে। বাকী পরিবারগুলিতে শীঘ্রই তা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র উজ্জবলা ‌যোজনাতেই দেশের ৩.৮ কোটি পরিবারকে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া হয়েছে।

এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া নিয়ে তিনি দলিত তাসও খেলে দিলেন। তিনি বসেন, রান্নার গ্যাসের সং‌যোগ ‌যারা পেয়েছেন তাদরে মধ্যে ৪৫ শতাংশই দলিত-উপজাতি পরিবার। ইউপিএ আমনে দেশে ৪৪৫টি পেট্রল পাম্পের মালিক ছিলেন দলিত। এনডিএর আমালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০০। এলপিজি সরবারহের কাজ করছে ১৩০০ পরিবার।

কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস গত ৬০ বছরে দেশে মোট ১৩ কোটি পারিবারে রান্নার গ্যাসের সং‌যোগ দিয়েছে। আর সেখানে এনডিএ আমলে মাত্র ৪ বছরেই ১০ কোটি সং‌যোগ দেওয়া হয়েছে।