অ্যাকাউন্টে ১৫ লক্ষ, বলেননি মোদী: সাংসদ


তিনি কথা দিয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, এমন অভিযোগ প্রায়ই শোনা যায় বিরোধীদের মুখে। যার উদাহরণ হিসেবে বিরোধীরা বারেবারেই তুলে ধরেছেন মোদীর প্রতিশ্রুতি, 'প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে'। সেই সমালোচনা উড়িয়ে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অমর সাবলে।

বিরোধীদের তুলোধনা করে অমরের দাবি, মোদী কখনও এমন কথা দেননি। বিরোধীরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন। চার বছরের শাসনে এনডিএ সরকারের বিভিন্ন কৃতিত্ব তুলে ধরতে পুণেয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানেই অমর জানান, ১৫ লক্ষ টাকা প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে দেওয়ার কোনও উল্লেখ ছিল না তাঁদের ইস্তাহারে। 

এর আগেও বিজেপির তরফে ১৫ লক্ষ টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে প্রতিবারেই বিরোধীরা বিগত লোকসভার আগে মোদীর প্রতিশ্রুতি নামার ভিডিয়ো ও সংবাদপত্রের নির্বাচিত অংশ তুলে ধরেছিলেন নিজেদের দাবির সপক্ষে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা যাতে এই নিয়ে হইচই করতে না পারেন, তাই পাল্টা কৌশল হিসেবেই অমরের এই বক্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।